(বাংলাদেশ ও আন্তর্জাতিক) # বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে কবে? উ: ২০২১ সালে # বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে কত সালে? উ: ২০৪১ সালে # বিশ্ব ব্যাংকের ডুয়িং বিজনেস সূচকে ১৮৯ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? উ: ১৭৬ তম # জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? উ: ১৫টি ( ৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী) # মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের বিবৃতিতে ভেটো প্রদান করে কোন দুটি দেশ? উ: চীন ও রাশিয়া # মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাপ কোন কোন দেশের উপর নতুন ভ্রমণ নিষেধাবজ্ঞা দেন? উ: ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান # বাংলাদেশে এ পর্যন্ত ঘোষিত স্থল বন্দর কয়টি? উ: ২৩ টি # নতুন ভ্যাট আইন ২০১২ কার্যকর হবে কবে? উ: ২০১৭ সালের জুলাই থেকে # ড.ইউনুসের সামাজিক ব্যবসার ধারণা চালু করতে যাচ্ছে কোন দেশ? উ: ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিক # এনার্জি গ্লোব পুরষ্কার ২০১৬ পেয়েছে? উ: বান্দরবানের তাজিংডং # সর্বশেষ বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উ: ২০১৬ সালের ৯ ডিসেম্বর মরোক্কয় # জাপানের ফুকুশিমা পারমা...