একজন পাপীর অনুশোচনা!
আমি স্পর্শ করেছিলাম অঞ্জলির দেহ,
ইচ্ছের বিরুদ্ধে তাকে করেছিলাম স্নেহ,
তার ছিলনা কোনো পাপ, ছিল না কোনো অপরাধ,
তবুও আমার ইচ্ছে ছিল তার সাথে কাটাব রাত,
তাই তো জোর করে চেপে ধরেছিলাম অঞ্জলির কোমল হাত!
অঞ্জলির কান্নার শব্দ সেদিন শুনতে পারেনি কেউ,
আমার মস্তিষ্কব্যাপী তখন ভেসে বেড়াচ্ছিল, কামবাসনার ঢেউ!
ষোল বছরের দরিদ্র অঞ্জলি হয়ত স্বপ্ন দেখেছিল তাকে ভালোবাসবে কোনো এক সুপুরুষ,
তবে তার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করেছিল আমার মত কাপুরুষ!
মেয়েটির স্বপ্নের আয়না ভেঙে,বেরিয়ে এসেছিল শত টুকরো কাঁচ,
মেয়েটির দেহ ঘন্টাব্যাপী অনুভব করছিল, উত্তপ্ত আগুনের আঁচ!
ভয় দেখিয়েছিলাম তাকে শত,
তার সমগ্র দেহব্যাপী ছিল ক্ষত,
অঞ্জলি হয়ে গিয়েছিল ভীত,
নালিশ করেনি কাউকে, করেনি কাউকে বিরক্ত,
অঞ্জলির ঝুলন্ত দেহ থেকে বের হয়নি রক্ত,
মেয়েটি ছিল অনেক শক্ত!
অঞ্জলির মৃত্যুর সংবাদ, আমায় দিয়েছিল অসীম আনন্দ,
সকল দুশ্চিন্তাগুলো যেন হারিয়ে ফেলল ছন্দ!
তবুও আমার বন্ধ হয়ে আসত শ্বাস, ঘুমাতে পারিনি বহুরাত,
মস্তিষ্কে যেন চব্বিশ ঘন্টা চলত বেত্রাঘাত!
চলে যেতে লাগল সময়, মুছে যেতে লাগল স্মৃতি,
আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছিল সবধরনের ভীতি ,
জীবন চলতে লাগল মেনে প্রকৃতির নিয়ম,
তবুও ধূসর, জং ধরে থাকা স্মৃতিগুলো মাঝে মাঝে মস্তিষ্ককে করে তুলত, উত্তপ্ত লৌহদণ্ডের ন্যায় গরম!
আজ আমি, পিতা! আজ কাঁদছে আমার কন্যা সন্তান,
তার দেহ ছুঁয়ে তৃপ্তি নিয়েছে কোনো এক শুয়োরের অপবিত্র মন!
তার অশ্রুগুলো উজ্জ্বল ও স্পষ্ট , এই অসহ্য ব্যাথা কিভাবে করব বহন?
হে, ঈশ্বর! এ কেমন অদ্ভুত দহন?
আমায় দাও শত কষ্ট, আমি নাহয় নষ্ট,
তবে, কি দোষ ছিল আমার সন্তানের?
কেন তুমি শাস্তি দিলে তাকে?
আজ দিচ্ছি কথা ঈশ্বরকে, যদি খুঁজে পাই সে শুয়োরকে, পুড়িয়ে তার ছাইগুলোকেও রাখব না, পৃথিবীর ভূমিতে!
আজ কেন আমার চোখ দুটো দিচ্ছে ধোকা,
তারা কি আমায় ভেবেছে বোকা?
নাহলে কেন দেখছি, অঞ্জলিকে বারবার,
তার মৃত দেহটি কিভাবে নিবে পৃথিবীতে অবতর?
আমি করিনি গঞ্জিকা সেবন, করিনি মদ্যপান,
তবে মস্তিষ্কের মাঝে কেন বেজে চলছে, অঞ্জলির চিৎকার দেওয়া আর্তনাদের গান!
হে, ঈশ্বর! তুমি বরং নিয়ে যাও আমার জান!
অঞ্জলির নীরব অভিশাপ কি তবে ছুঁয়েছে আমার কন্যা সন্তানটির জীবন?
আমি শুয়োর, করেছি পাপ,আমার পাপের শাস্তি কেন পাবে আমার সন্তান?
অঞ্জলি মাফ কর আমায়, বরং তুমি ঈশ্বরকে বল, আমায় ধ্বংস করে দিতে,
আমার সন্তানের অশ্রুগুলো যেন আর মাটিকে স্পর্শ না করে!
এই দৃশ্য প্রচন্ড বিভৎস, হে ঈশ্বর! তুমি ঐ শুয়োরকে করে দাও ভস্ম!
অঞ্জলি, আমি করেছি পাপ, তবে তুমি কেন দিলে আমার সন্তানকে অভিশাপ?
Comments
Post a Comment