আমার দেশের ড্রাইভার (কবিতা)!
রাস্তা আমার বাপের করা, যেমন খুশি তেমন চালাই।
তোমার কি যায় আসে? ঐ ছেলে কি তোমার ভাই?
ঐ মেয়েকি তোমার বোন? তোমার চিন্তা তুমি করো।
মাতাল হয়ে গাড়ি চালাবো, ইচ্ছে হলে মারবো আরো।
লাইসেন্স নেই কি হয়েছে? পুলিশ আমায় সালাম করে।
আমার পুলিশ টাকা চিনে, আমার নোটে পকেট ভরে।
ফিটনেস ছাড়া বাস চলে, মালিক আমার আইন মানেনা।
যে যাই বলুক, লাভ নেই তাতে, উপর মহল চেনাজানা।
পাশের দেশে কি হয় জানো? কত মরে প্রতিদিনে?
আমার মন্ত্রী হিসাব রাখে, দশ আঙ্গুলে গুনে গুনে।
ঐ ছেলেটা চাপা পড়ে, মেয়েটার রক্ত রাস্তায় ভাসে।
বিচারের কথা বলছো তুমি? আমার মন্ত্রী মুচকি হাসে।
"কষ্ট লাগে! কান্না আসে! বুকটা আমার কেঁপে উঠে!
আমিও যে বাসে চড়ি, ভাইটা আমার রাস্তায় হাঁটে।
কখন ঐ বাসের চাকা উঠিয়ে দেয় আমার কাঁধে,
অনিয়ম মানবো না আর, ঠিক করবো প্রতিবাদে।"
ভালবাসার গল্প, কষ্টের গল্প, প্রেমের গল্প
ReplyDeleteকষ্টের ভালবাসার গল্প
সিরিজ গল্প
ভৌতিক গল্প
বাংলা জোকস্
ফেসবুক স্ট্যাটাস
কবিতা ভান্ডার
ইসলামিক গল্প