সকালে ঘুম ভেঙে দেখি, আমার স্ত্রী পাশে নাই। ভাবলাম হয়তো ওয়াশ রুমে গেছে। চোখ বন্ধ করেই শুয়ে আছি। কয়েকটা ডাক দিলাম, কোন সাড়া নাই। আমি ডাক দিয়ে বললাম, আজকে আমার অফিস নাই ছুটি নিয়েছি। শরীরটা ভালো নাই। নাস্তা দেরি করে বানিয়ো। কোন উত্তর নাই। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ শুনতে পাচ্ছি, কেউ সুন্দর করে কোরআন তেলওয়াত করছে। আমি একটু ভাবনার, ভিতর পরে গেলাম। ঘরে আমার বউ আর আমিই থাকি। তাহলে কোরআন কে পড়ছে? আমি বিছানা ছেড়ে উঠে গেলাম পাশের রুমে। দেখে বড়সড় একটা শখ খেলাম। চুপ করে দাঁড়িয়ে আছি। শুনছি কি সুন্দর করে, কোরআন পড়ছে সে। আমার মনটা জুড়ে গেলো। নিজের রুমে বসে ভাবছি, ইরা এত সুন্দর করে কোরআন পড়তে পারে, আগে জানতাম না। আর আজকে ফজরের নামাজও পড়ছে! যে মেয়ে কিনা সকাল ৭'টার আগে ঘুম থেকে উঠে না। আজকে ফজরের নামাজ পড়ছে। আমি বসে বসে হিসাব, মিলাতে পারি না। ইরা রোজার মাস ছাড়া, তেমন একটা নামাজ পড়ে না । প্রতিদিন সকালে অফিসে যেতে, একবার ঝগড়া হবেই। কোনদিন চায়ে চিনি কম, কোন দিন রুটি কাঁচা থাকে, কোনদিন তরকারিটা ভালো হয় না। এইসব কিছু জানতে চাইলেই ঝগড়া শুরু। ...
আপনার পোস্টটি পড়ে আবেক কে ধরে রাখতে পারলাম না,আজ তার কথা খুব মনে পরতাছে ব্র,,,!! 😪কথাগুলোর সাথে আমার অনেক মিল আছে I Really sad dp Bro..!😪🔥
ReplyDelete