বীমা কাকে বলে? ও বীমার সংজ্ঞা
Insurance |
- বীমা কাকে বলে?
বীমা বা ইন্সুরেন্স কথাটা আমাদের কাছে কোনো নতুন কথা না, তবুও মানুষের মনে অনেক প্রশ্ন এই বীমা নিয়ে । আর প্রশ্ন হবেই না বা কেন? ইন্সুরেন্স একটি গুরুত্বপূর্ন বিষয় আমাদের জীবনে। তাই এই বিষয়ে জানার ইচ্ছা থাকাটায় স্বাভাবিক। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও ব্যাবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। সেসাথে প্রসার ঘটেছে বীমা ব্যবসার। বীমা ব্যবসা প্রসার ঘটার আরো একটি কারণ হল এ দেশটির প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর বন্যা, ঘুর্ণিঝড় ইত্যাদি আঘাত হানে এবং ধংস করে দেয় ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব। এ ছাড়া দেশের ধর্মীয় সংস্কৃতি ও বীমা ব্যবসা প্রসারে যথেষ্ঠ অবদান রেখেছে।
Insurance |
- বীমার সংজ্ঞা:
আমাদের দেশের ৮৫% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। যে কারণে ইসলামী তত্তের ভিত্তিতে গড়ে উঠেছে ইসলামী বীমা ব্যবস্থা। এ পোস্টের মাধ্যমে আপনি বাংলাদেশের বীমার উপর একটি ধারণা লাভ করতে পারবেন। তাহলে আসুন আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। প্রথমেই মানুষের যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, বীমা কী? এর উত্তর এক কথায় দেওয়া যায়। বীমা মানে একটি চুক্তি। কি! বুঝলেন না তো? না বুঝারই কথা। শুধু মাত্র চুক্তি বললে তো বোঝা মুশকিল। তাহলে এখন ক্লিয়ার করে বলি। ইন্সুরেন্স একটি ইংরেজী কথা। আর এর বাংলা হলো বীমা। অর্থাং বীমা হলো এমন একটি চুক্তি যেটা বিপদের সময় আপনার কাজে দিবে। এতেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আরেকটু পরিষ্কার করে বলি। মনে করেন আপনি একটি বীমা কোম্পানীতে ৫ লক্ষ টাকার একটি বীমা করলেন ৫ বছরের জন্য। এবং সেই বীমা করার সময় আপনাকে কিছু চুক্তি করতে হবে এবং আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান টাকা প্রিমিয়ার করতে হবে । যাকে সহজ ভাষায় কিস্তি বলে। এখন যদি জীবন বীমা হয় তাহলে বীমার ৫ বছর পূর্ণ হওয়ার আগে আপনার জীবন সংক্রান্ত কোনো সমস্যা হলে কিংবা মারা গেলে আপনার উত্তরাধিকারদেরকে বীমা কোম্পানী আপনাকে পুরো টাকা দিয়ে দেবেন। আশা করি ইন্সুরেন্স বা বীমা কী বা কাকে বলে এটা বুঝতে আর সমস্যা হচ্ছে না।
Comments
Post a Comment