ফরেক্স ট্রেডিং কী?
ফরেক্স ট্রেডিং কী |
ফরেক্স ট্রেডিং কী?
What is Forex Trading?
"ফরেক্স ট্রেডিং" - অনেকেই শুনেছেন, অনেকের কাছে অজানা। যারা অনলাইনে ফ্রিলান্সিং বা ইনকামের জন্য ঘাটাঘাটি করেছেন তারা হয়ত অনেকবার শুনেছেন ফরেক্সের নাম।
এখন ফরেক্স আসলে কি, Foreign Curriency Exchange কে সংক্ষেপে বলা হয় "Forex". আর এই কাজকে বলা হয় ট্রেডিং !! অর্থাৎ বিদেশী মুদ্রা ক্রয় বিক্রয়ের কাজ হল ফরেক্স। বিভিন্ন দেশের মুদ্রা সল্প দামে ক্রয় করে বেশি দামে বিক্রি বা এক্সচেঞ্জের কাজ করাই ফরেক্স। যেমন আমরা অনেক সময় লোকাল মার্কেট বা দোকানে গিয়ে বিদেশী কোন মুদ্রা টাকায় কনভার্ট করা, কিংবা বিদেশ যাওয়ার জন্য টাকা পরিবর্তন করে সেই দেশের মুদ্রা ক্রয় করে থাকি।
আর সেই মার্কেটে কিন্তু মুদ্রা ক্রয় বিক্রয় করে একটা মুনাফা বা প্রফিট ইনকাম হয়। আর এই কাজ অনলাইনে করাই হল "ফরেক্স" !!
ফরেক্সের শুরু অনেক আগে। ১৯৫৩ সাল থেকে অফলাইনে শুরু। ১৯৯৩ সালে অনলাইনে আসে। আর বাংলাদেশে শুরু হয় ২০০৫ সাল থেকে। এখন সেটা অনেকের কাছে ক্যারিয়ারের বিকল্প ইনকামের মাধ্যম হয়ে উঠতেছে।
এই মার্কেটের সুবিধা হল দিনে ২৪ ঘন্টা খোলা। সপ্তাহে ৫ দিন কাজ করা যায় কাজটা যে অনেক আহামরি কঠিন এরকম নয়। কিছু ভালো হিসাব নিকাশ বুঝা লাগে আর নিজের প্রেডিকশন ক্যাপাবিলিটি বা মাথা খাঁটানো লাগে।
ফরেক্স মার্কেটের প্রতিদিনে লেনদেন হয় "৬ ট্রিলিয়ন" ডলার, যেখানে বিশ্বের সবচেয়ে বড় শেয়ার মার্কেট নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের দৈনিক লেনদেন বিলিয়ন ডলার! অনেকে আবার এটাকে শেয়ার বাজারের সাথে তুলনা করে। কিন্তু এই তুলানা সঠিক নয়। শেয়ার মার্কেটে শুধু শেয়ার ক্রয় করা যায়, শেয়ারের দাম বাড়লেই কেবল লাভ। কিন্তু ফরেক্সে ক্রয় বিক্রয় উভয়টাই করা যায়। অর্থাৎ ভাল লাগলে কিনতে পারবেন, আবার চাইলে সেটা বিক্রি করে দিতে পারেন !!
এখন যদিও এটা বিজনেস, কিন্তু শিখতে কোন টাকা পয়সা লাগে না। ডেমু একাউন্ট ওপেন করলে সেখানে ভার্চুয়াল ডলার দেওয়া হয়, আর সেটা ব্যবহার করে ডেমুতে প্র্যাকটিস করে কাজটা সহজে শেখা যায়।
আর স্মার্ট ফোন হলেই ডেমু একাউন্ট দিয়ে শুরু করা যায়। যেহেতু ২৪ ঘন্টাই খোলা, তাই যেকোন সময় সুবিধামত কাজ করা যাবে।
আর ফরেক্স শিখার পর শুধু যে নিজের ইনভেস্ট লাগে এরকমও না। ভাল কাজ জানলে অনেক অনেক ফরেক্স কোম্পানি আছে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকার ফান্ড নিয়ে কাজ করতে পারবেন এবং মাস শেষে যা প্রফিট করবেন তার ৫০% নিজে পেয়ে যাবেন। আবার পার্সনালি অনেক ক্লাইন্ট বা ইনভেস্টর ম্যানেজ করেও প্রফিট শেয়ারের মাধ্যমে ভালো ইনকামের সুবিধা আছে। তবে কাজটা ভালোভাবে জানতে হবে।
Comments
Post a Comment