বিয়ে নিয়ে প্রতিটি মেয়েদের এবং ছেলেদের অনেক স্বপ্ন থাকে।
#বিয়ে
বিয়ে নিয়ে প্রতিটি মেয়েদের এবং ছেলেদের অনেক স্বপ্ন থাকে।
.
জামাই কেমন হবে, বিয়ের অনুষ্ঠানে কিভাবে সাজবে,
বিয়ের পর একসাথে তাহাজ্জুদ পড়বে,
ফজরের নামাজের জন্য ডেকে তুলবে, আরও
নিশ্চয়ই এমন অনেক স্বপ্ন থাকে,
তবে বিয়ে নিয়ে সবারই স্বপ্ন থাকে।
.
বিয়ে নিয়ে যখন মেয়েরা স্বপ্ন দেখে তখন
তারা সুখের স্বপ্নই দেখে ।
.
.
বিয়ের পরবর্তীতে যে পরীক্ষা আসবে তার কথা
কেও ভাবেনা।
ভালো খারাপ মিলিয়েই মানুষ,
কিন্তু সে যখন সব সুখের স্বপ্ন নিয়ে শশুড় বাড়িতে যায় তখন আল্লাহর পরীক্ষা আসলে সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি তার থাকেনা এবং একটা ধাক্কা খায়।
.
.
ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় বিয়ে করে সে যে
শুধু ঘরে একটা বউ এনেছে তা না,
কত বড় দ্বায়িত্ব এনেছে তা বুঝেনা।
ভাবে খাওয়া আর পোশাক আশাক দিলেই হয়ে গেলো। এটাই দ্বায়িত্ব পালন করা।
.
.
বউ যদি কাজের জন্য বা অন্য কিছুর জন্য কমপ্লেইন করে তাহলে বউ কে বলা হয় এটা তো মেয়েদেরই কাজ!
বিয়ে মানে রেসপন্সসিবিলিটি!
.
.
আল্লাহ ছেলে মেয়ে উভয়েরই দ্বায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে কুরআন ও রাসূল (সাঃ) এর
মাধ্যমে আমাদের জানিয়েছেন।
.
.
তাই আমাদের মেয়ে-ছেলে সবার উচিত বিয়ের আগে প্রত্যেকে নিজেদের দ্বায়িত্ব কর্তব্য সম্পর্কে জেনে নিবো বিভিন্ন স্কলারদের থেকে।
.
.
জামাই এর কি কি করা দরকার কিন্তু সে কি কি করেন বা করেনা বা বউ কি কি করেনা না দেখে,
আগে দেখেন নিজে কতোটুকু করছেন।
.
.
আমরা আগে সব সময় অন্যেরটা দেখি যে তোমার তো এটা করার কথা কিন্তু তুমি করোনা।
কিন্তু নিজেও যে আরও কত দ্বায়িত্ব পালন করিনা না
তা আমরা ভুলে যাই বা দেখিনা।
.
.
হাসবেন্ড, শশুড় শ্বাশুড়ী, দেবর ননদ, বাচ্চা কাচ্চা বা অন্য যে কোনো দিক থেকেই হোক পরীক্ষা আসবেই
ইন শা আল্লাহ।
.
.
দুনিয়া তো জান্নাত না বা রূপকথার গল্প না যে বিয়ের পর সবাই সুখে শান্তিতে বসবাস করতে
থাকবে সব সময়।
.
.
বিয়ে যেমন খুব সুন্দর একটা ব্যাপার তেমনি ঠিক মতো হ্যান্ডেল করতে না পারলে এরচেয়ে কঠিন কিছু নাই।
.
.
আমরা মেয়ে-ছেলে সবাই যদি ইসলামের আলোকে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করি,
ইন শা আল্লাহ সংসারের পরীক্ষায়
সবাই পাশ করে যাবো।
.
আর কষ্টের পর তো স্বস্তি দিবেন তাতো
মহান আল্লাহ তা'আলাই বলেছেন।
Comments
Post a Comment