বিমানসেনা হতে চাও???
জেনে নাও কিছু তথ্য।
✅ যদি তোমার জিপিএ ৩.০০ থাকে এবং বয়স ২১-২৪ বছর এর মধ্যে থাকে তাহলে #এমটিওএফ ট্রেডে আবেদন করবে।
✅ যদি তোমার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.৫০ এর উপরে থাকে, উচ্চতা ৫'৬" থাকে তাহলে #টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে।
✅ যদি তুমি বিজ্ঞান বিভাগ বাদে অন্য দুই বিভাগের স্টুডেন্ট হও তাহলে #নন_টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে।
✅ যদি তোমার উচ্চতা ৫'৯" হয় তাহলে প্রভোস্ট, জিসি অথবা পিএফএন্ডডিআই ট্রেডে আবেদন করবে।
✅ যদি তোমার আইটি সেক্টরে জ্ঞান বেশি থাকে তাহলে #আইটি_এ্যাসিস্টেন্ট ট্রেডে আবেদন করবে।
✅ বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি জীব বিজ্ঞান এ ভালো স্টুডেন্ট হও তাহলে #মেডিক্যাল_এ্যাসিস্টেন্ট ট্রেডে আবেদন করবে।
⚠️ একটি অনুরোধ- বোকার মত সবাই টেকনিক্যাল ট্রেড বা নন টেকনিক্যাল ট্রেড এ আবেদন করবে না। তোমার যোগ্যতা অনুযায়ী ট্রেডে আবেদন করবে।
☢️ মেয়েরা বিমানসেনা হতে চাইলে যে বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে।
✅ ৫' উচ্চতা হলে এবং বিজ্ঞান বিভাগের হলে অবশ্যই মেডিকেল এ্যাসিস্টেন্ট পদে আবেদন করবে।
✅ ৫'৩" উচ্চতা হলে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে।
✅ ৫'৪" উচ্চতা হলে জিসি অথবা প্রভোস্ট ট্রেডে আবেদন করবে।
🎯 বিমানসেনা পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত আরো তথ্য পেতে নিচের গ্রুপে এডড হতে পারো-https://www.facebook.com/groups/206940176864162/?ref=share
শুভকামনা রইলো সবার জন্য।
Love u all, 💗💖💖💝
Comments
Post a Comment