রমাদান রুটিন
❤️ রমাদান রুটিন ❤️
১. রোজাদারদের দোয়া আল্লাহতালা কখনো ফেরত দেন না, তাই সকাল বিকাল, চলতে ফিরতে, মনে মনে সর্বোঅবস্থায় দোয়া করা।
২. রমাদান মাসে দোয়া কবুলের সেরা সময় সমূহঃ-
★ইফতারের পূর্বে, প্রত্যেক ফরজ নামাজের পর, আজান ইকামতের মধ্যেবর্তি সময়, তাহাজ্জুদ নামাজে।
৩.রমাদান মাসে সর্বোঅবস্থায় ছোট ছোট কিছু আমল করাঃ-
★ সর্বাঅবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়া & সুবহানাল্লাহী অবিহামদিহি, সুবহানাল্লাহীল আযীম- জান্নাতে পথ সহজ করবে
★ সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহু আকবার - সর্বো অবস্তায় পাঠ করা।
৪. নবী (সাঃ) উপর বেশি বেশি দুরুদ পাঠ করা - সর্বাঅবস্থায়।
৫. আল কোরআন তেলোয়াত করা ও বেশি বেশি নফল নামাজ আদায় করা। রমাদান মাসে ১ রাকাত নফল নামাজে -৭০ গুন সোয়াব বেশি।
৬. রোজা থাক অবস্থায় অপ্রয়োজনীয় কথা কম বলা, হাসি ঠাট্রা কম করা, গীবত-মিথ্যা, না বলার চেষ্টা করা এবং প্রয়োজন ব্যাতিত অতিরিক্ত হারে মোবাইল ফোন না চালানো & গান বাজনা, নাটক মুভি, এগুলা দেখা থেকে বিরত থাকা - রোজা অবস্থায়।
Comments
Post a Comment