ওয়ান সাইডেড love
-অই শোন..
-হ্যা, তখন থেকে তো শুনেই যাচ্ছি তোর বকবক গুলা। বলে যা..
- আচ্ছা তোর gf নাই কেন??
- হাহাহা.!
- হাসছিস যে.!
- হাসবো না তো কি??
- আরে গাধা মশাই আমি হাসারমতো কোন কথা বললাম নাকি??
- উফফ হাসতে হাসতে পেটে খিল ধরে গেল..!
- আরে বলনা তোর gf নাই কেন??
- গাধী তুই জানিসনা ভালোবাসা পাওয়ার যোগ্যতা সবার থাকেনা।
- মানে..?
- মানে আমি সুন্দর না, মাগুর মাছের মতো কালা কুচকুচা, আবার মধ্যবিত্ত। কে আমার গলায় ঝুলবে বল...?
- আরে গাধা ভালোবাসা হয় মন দেখে। ধন সম্পদ আর চেহারা দেখে না।
আর তুই কি কালো নাকি?? ওটাকে কালো বলে না।
- যাইহোক, তোর bf কোই?? আজকে একবারো দেখলাম না!
- আমার আবার bf আসলো কোথ থেকে??
- আরে ঐযে কি যেন নাম উকুন না শকুন..!
- কুত্তা ওর নাম উকুন/শকুন না রোকন ওর নাম
- হিহিহি ঐ একই কথা.. ছেলে টা ১ বছর থেকে তোর পিছনে ঘুর ঘুর করতেছে, তোকে সত্যি অনেক ভালোবাসে রে..!
- কি জানি, জানিনাহ অত কিছু বাবাহ অভিজ্ঞতা নাই..!
-আচ্ছা সত্যি করে বলতো তুই রোকন কে ভালোবাসিস কি না??
-সত্যি বলতে বলছিস??
- হুম ২৪ ক্যারেট..!
- মানে কি ??
- মানে খাটি সোনার মতো খাটি সত্য কথা বল..
- আসলে আমিও মনে মনে রোকন কে ভালোবেসে ফেলেছি..!
- তাহলে তো ছেলেটাকে মেনে নিলেই পারিস। অত ঢং করার কি আছে??
- আরে গাধা ছেলেদের কে পিছনে লাগিয়ে রাখা কি যে মজার..!
- ও বুঝছি..
- ওমা কি বুঝলি তুই??
- মানে বুঝলাম তারাতাড়ি মেনে নিলে তারাতাড়ি বিয়ে, বাসর, বাচ্চা আরও কত কি। কিছুদিন পর বুড়ি বুড়ি ভাব হাহাহাহা...!
- ওরে কুত্তা দ্বারা মজা দেখাচ্ছি..?
- তুই কুত্তাটাকে ধরতে পারলেই তো মজা দেখাবি..!( বলে এক দৌড় দিয়ে ক্যাম্পাসের বাইরে চলে গেল রওশন)
এতক্ষন যারা গল্প করতেছিল একজনের নাম সাদিয়া আরেকজন রওশন।
দুজনেই খুব ভালো বন্ধু, একসাথে স্কুল জীবন শেষ করে কলেজে উঠেছে।
পরের দিন....!
সাদিয়া কলেজে এসেছে, কিন্তু রওশন এখনো আসেনি।
ধীরে ধীরে সাদিয়ার মনটা খারাপ হতে থাকে। দেখতে দেখতে ১ টা বেজে গেল রওশন আর আসলোনা সেদিন।
কোনরকম ২ টা ক্লাস করে সোজা বাড়ির উদ্দ্যেশ্যে সাদিয়া। ভেবেছিল বাসায় গিয়ে রওশনকে ইচ্চামতো ঝাড়ি মারবে। কেন আসলোনা কলেজে। কি মনে করে নিজেকে ও। বাসায় পৌঁছে রওশনকে ফোল দিল। কিন্তু ফোন বন্ধ।
মনটা আরো বেশি খারাপ হয়ে গেল সাদিয়ার। কখনো তো এরকম হয়নি। সাদিয়ার মাথায় এখন অনেক ভুলভাল চিন্তা ঘুরপাক খাচ্ছে..
পরের দিন সকাল বেলা সাদিয়া ফোন দিল আবার..!
- হ্যালো
- কই তুই??
- প্রাইভেট যাওয়ার জন্য বের হচ্ছি কিছু বলবি??
সাদিয়া কিছু না বলে ফোনটা কেটে দিল..
এবং তারাহুরো করে রেডি হয়ে চলে গেল সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে রওশন প্রাইভেট আসবে।
প্রায় ৩০ মিনিট হয়ে গেল সাদিয়া দাড়িয়ে আছে। কিন্তু রওশন আসার নামই নাই।
প্রায় ৪৫ মিনিট পরে...!
- অই কুত্তা থাম..
- (........)
#চলবে
#গল্প_ঃ ওয়ান সাইডেড love(part:1)
** গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এ জানাবেন।
Comments
Post a Comment