সুন্নাহ অনুযায়ী বিবাহ
আজকে আসরের নামাজের পরে মসজিদে একটা সুন্নাহ অনুযায়ী হওয়া বিয়েতে উপস্থিত ছিলাম। উক্ত বিয়ের আনুষ্ঠানিকতা বলতে ছিলো নামাজের পর যে হুজুর বিয়ে পড়িয়েছেন তিনি দাড়িয়ে খোতবা বললেন এরপর বরকে মোহর এবং কার কন্যা, কার ছেলে এসব বলে বর কবুল করেছেন কি না জিজ্ঞেস করেন বর কবুল বলেছেন এবং মুসল্লি যারা উপস্থিত ছিলেন তাদেরকে হালকা মিষ্টিমূখ করানো হয়েছে। এগুলোই ছিলো আনুষ্ঠানিকতা।
এসব দেখে স্বচক্ষে প্রমাণ পেলাম আল্লাহ বিয়েকে কতো সহজ করেছেন। অথচ বর্তমান সমাজে বিয়ের অবস্থা দেখলে বুঝা যায় না এটা কী মুসলিমের বিয়ে নাকি অমুসলিমের!
বিয়েটাই থাকতে পেরে খুব আনন্দ লাগছে আমার। কারণ এটাই আমার স্বচক্ষে দেখা প্রথম সুন্নাহ মোতাবেক হওয়া বিয়ে। আমাদের গ্রামে সুন্নাহ মোতাবেক বিয়ে হয় না বললেই চলে। চট্টগ্রাম শহরে থাকার সুবাদে এতো সুন্দর একটা বিয়েতে উপস্থিত থাকতে পারলাম।
বিয়ে পড়ানোর সময় যারা যুবক ছিলো তাদের মুখে কী হাসি!
আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবনের সব সিদ্ধান্ত নেওয়া এবং কাজ করার তৌফিক দিক। আমিন।
১৩মে ২০২২ঈসায়ী
Comments
Post a Comment