দাজ্জা*লী ফেতনা কী জানেন?
দাজ্জা*লী ফেতনা কী জানেন?
চলুন কিছু সুন্দর উদাহরণ দেয়া যাক-
সুন্দর ,সুদর্শন ,স্মার্ট শায়েখ বলিউড নায়কের মতো পোচ দিয়ে একটা ঝাকানাকা চমলক্ক ছবি আপলোড দিলেন। আর তাতে কথিত দ্বীনদার, কিউট হুজুরের বউ, স্মার্ট হুজুরের বউ, কিউট হুজুরনিদের মাশাআল্লাহ কমেন্টের ঢল। ভেতরে কিছুটা তাকওয়া আছে দৃষ্টি হেফাজত করে চলার চেষ্টা করে এমন নারীরাও যেন শায়েখেরর ছবি থেকে চোখ ফেরাতে পারেনা, আহ শায়েখের মতো একটা স্মার্ট হুজুর যদি আমার স্বামী হতো! আমার উনি যদি শায়েখের মতো সুদর্শন হতো! শায়েখ কি রোমান্টিক, কি সুন্দর করে কথা বলে অথচ আমার উনি কি বোরিং, আনরোমান্টিক। জ্বী এগুলো সেই শায়েখের ঝাকানাকা ছবি দেখে ফিদা হওয়া নিজেকে দ্বীনদার ভাবা হাজারো নারীদের আবেগ, আক্ষেপ, আকাঙ্খা। দ্বীনহীনরাও মাশাআল্লাহ শায়েখের বড় বড় ফ্যান। আফসোস সেই শায়েখের জন্য। এরা কথিত সেলিব্রেটিদের থেকেও ভয়ংকর।
রোমান্টিক শায়েখের নাম বলবোনা। তবুও হয়তো অনেকে চিনে ফেলবেন। অনেক আগে থেকেই তার অনেক সমালোচনা শুনেছি কখনো এসব নিয়ে এতোটা ভ্রুক্ষেপ করিনি। আজ হঠাত সেই শায়েকের পেইজ টাইমলাইনে দেখে ভাবলাম একটু ঢু মেরে আসি। শায়েখের ছবির কমেন্টবক্স দেখে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি! আল্লাহ! এ কি অবস্থা! আল্লাহ তায়ালা কি শুধু পুরুষদেরকেই দৃষ্টি নত রাখতে বলেছেন? শায়েখের সামান্য রোমান্টিকতায় যদি এতো নারী পথভ্রষ্ট হয়ে যেতে পারে তাহলে দাজ্জা*লের হাতে জান্নাত দেখে কি অবস্থা হবে? ঠিক এজন্যই দাজ্জা*লের বেশিরভাগ অনুসারী হবে নারীরা।
সুতরাং দ্বীনি ভাইয়েরা, জীবনসঙ্গী নির্ধারণ করার আগে তার অন্যান্য দ্বীনদারিতা দেখার সাথে সাথে সে নজর হেফাজতের ব্যাপারে কতোটা সচেতন দেখে নিবেন কষ্ট করে। নাহলে তার মনে আপনার পাশাপাশি এধরণের শায়েখেরাও থেকে যাবে।
📝Huraira
Copyright by sajib
Comments
Post a Comment