পদ্মা সেতু সম্পর্কে অজানা সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। পদ্মা সেতুর কাজ শুরু হয়ে ২০২২ সালে উদ্বোধন হয়েছে। ফলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। স্বপ্নের এই সেতু নিয়ে আজকের সাধারণ জ্ঞানের আয়োজন।

১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।


২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর : ৬.১৫ কিলোমিটার।


৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।


৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে কোথায়?

উত্তর : নিচ তলায়।


৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

উত্তর : ৩.১৮ কিলোমিটর।


৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।


৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?

উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।


৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?

উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।


৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?

উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।


১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?

উত্তর : প্রায় ৪ হাজার।


১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

উত্তর : ৮১টি।


১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

উত্তর : ৬০ ফুট।


১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তর : ৩৮৩ ফুট।


১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উত্তর : ৬টি।


১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উত্তর : ২৬৪টি।


১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে কবে?

উত্তর : ২০২২ সালের জুন মাসে।


১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী আছে?

উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা। 


১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরণ কেমন?

উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।


১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

উত্তর : ৪২টি।


২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

©মোমিনুল ইসলাম


Comments

Popular posts from this blog

একজন পতিতার প্রেমের গল্প

What are the benefits of exercising in the morning?

Know the right time to exercise