রূপকথা আর বাস্তবতা

৫০ কোটি টাকা সরকারি অনুদানে মুভি বানাইলেন- "মুজিব একটি জাতির রূপকার"

যাতে মানুষ আপনার বাপের ইতিহাস জানে।

যাতে মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে ।

জায়গায় জায়গায় জাতির জনকের নামে বিশ্ববিদ্যালয় খুললেন,হাসপাতাল খুললেন,ম্যুরাল বানালেন।

কি হইলো আদতে?

আপনি জ্ঞানী মানুষ, স্মার্ট মানুষ ,

কিন্তু সত্যিকার অর্থে কি করলে আপনার বাপরে মানুষ ভালোবাসতো, তা ঠিকঠাক বুঝতে পারলেন না।

মুজিবের মুভি দেখে যে মানুষটা কাঁদলো, আপনি তারে দেখলেন,

কিন্তু যে মানুষটা ৮০ টাকার নিচে তরকারি নাই বইলা ঝরঝর করে কেঁদে ফেললো সাংবাদিকদের সামনে, তার কান্না আপনার চোখে পড়লো না।

এই যে ভৈরবে রেল দুর্ঘটনায় এত মানুষ মারা গেলো, তার দায় আপনি নিবেন না । তার দায় আপনার রেল মন্ত্রণালয়ও নিবে না।

অথচ মাহবুব কবির মিলন নামে একজন সিনিয়র সরকারি কর্মকর্তা চেষ্টা করেছিলো, রেল মন্ত্রণালয়ে বারবার অনুরোধ করেছিলো-

জিপিএস প্রযুক্তি কাজে লাগানোর জন্য,এক লাইনে দুটো ট্রেনের তাতে কখনোই সংঘর্ষ হবে না।

কিন্তু রেল মন্ত্রণালয় তা শুনলো না ।

আদতে আপনারা স্মার্ট মুখে, জনগণের টাকা পাচারে, ঋণখেলাপীদের সহায়তা দানে, দুর্নীতিতে-

কিন্তু প্রযুক্তিতে না...

পর্তুগাল, অস্ট্রেলিয়ার মতো দেশে একজন রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুতে স্বাস্থ্য মন্ত্রী পদত্যাগ করলো ।

ভৈরবে ২০ জনের মৃত্যুতে আপনার মন্ত্রণালয় কি করবে? আপনি কি করবেন?

সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে, দামী গাড়ি চড়ে রাস্তা বন্ধ করে বাড়ি ফিরে বউ ছেলে নিয়ে কাচ্চি বিরিয়ানি খাবেন সবাই ।

আপনি আসলে আপনার বাপের জন্য, মানুষের জন্য না ।

দেশের মানুষের জন্য হইলে, রাস্তায় রাস্তায় মুজিবের ম্যুরাল বানাইতে হইতো না, বিশ্ববিদ্যালয় বানাইতে হইতো না, হাসপাতাল বানাইতে হইতো না, মানুষ এমনিই বলতো-

'বাপে স্বাধীনতা আনছে, আর মেয়ে তা বাঁচাইয়া রাখছে মানুষের ভেতর ৷'

কারো ভালোবাসা বাড়াইতে গিয়ে উল্টো তার সম্মান কমানের ইতিহাস মনে হয় প্রথম আপনিই রচনা করলেন..

.মাননীয় প্রধানমন্ত্রী ।

Edit.by.Ms

Comments

Popular posts from this blog

একজন পতিতার প্রেমের গল্প

What are the benefits of exercising in the morning?

Know the right time to exercise