স্বাস্থ্য খেয়াল এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা
💠অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন প্রতিদিন খাবারের মাধ্যমে শরীরের বিভিন্ন দুর্বলতা কিভাবে কাটানো যায় তাদের জন্য খুবই উপকারী পোস্ট
✍️শারীরিক_দুর্বলতা / #Weakness
⭕বিভিন্ন কারণে শারীরিক দুর্বলতা অনুভব হয় -
💠 রক্তের প্রেশার কম থাকলে
💠 ডায়রিয়া হলে
💠 হস্তমৈথুন করলে (যৌ -ন দুর্বলতা)
💠 অবসাদগ্রস্ত (সারাদিন শুয়ে-বসে থাকলে)
💠 পরিমিত ঘুম না হলে
⭕শরীর দুর্বল লাগলে / পুষ্টিহীন ব্যক্তি (যাদের ওজন কম) এই খাবারের লিস্ট টা দৈনিক ফলো করতে পারেন -
☑️ খেজুর (৪-৬ টা) + শসা → এটি যৌনশক্তি বাড়ায়... দৈনিক খেজুর অতিরিক্ত খাবেন না... গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে...
☑️ কলা (১/২ টা) → আয়রনের প্রধান উৎস...
☑️ সিদ্ধ ডিম (১/২ টা) → ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন প্রোটিন আর কুসুমে থাকে গ্লোবিউলিন প্রোটিন... কম খরচে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারবেন...
☑️ মাছ / মাংস → দৈনিক এক বেলা খাবারে মাছ / মাংস রাখতে পারেন... অথবা সপ্তাহে ৩/৪ দিন মাছ/মাংস রাখা উচিত... নাহয় শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিবে...
☑️শাক-সবজি → এতে আছে ডায়েটারি ফাইবার আর প্রচুর পরিমাণ ভিটামিন... ডায়েটারি ফাইবার পায়খানা কে নরমাল রাখে...
☑️ পরিমিত পানি পান করবেন ( দৈনিক → ২-৩ লিটার)
☑️ ডায়রিয়া হলে লবণ-পানি বের হয়ে যায়... তাই ওরস্যালাইন (ORS) খাবেন...
☑️ কালোজিরা + মধু → শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য প্রয়োজন...
☑️ কাজুবাদাম (৫/৬ টা) + কিসমিস (১৫-২০ টা) + কাঠবাদাম (৫/৬ টা) + মধু (১/২ চামচ) → পেট পরিষ্কার রাখে, শরীরের দুর্বলতা কমিয়ে আনে...
☑️ দুধ (২৫০ মিলিলিটার / ৫০০ মিলিলিটার) → এটি ক্যালসিয়ামের প্রধান উৎস... আর শারীরিক দুর্বলতা কমায়... প্রোটিনের উৎস হিসেবেও কাজ করে...
☑️ ডাবের পানি, ফলমূল → রক্তের প্রেশার কমে গেলে এইগুলা খেতে পারেন... প্রধানত আনার (ডালিম) রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করে... ডাবের পানিতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা রক্তের মিনারেলস বা খনিজ লবণের একটি গুরুত্বপূর্ণ উপাদান...
★★★ পাশাপাশি শারীরিক ব্যায়াম ও পরিমিত ঘুম ঠিক রাখবেন... বাহিরের রাস্তার খাবার ( যেমন - ফুচকা, চটপটি, ভাজাপোড়া ইত্যাদি) এভয়েড করবেন...
★★★ হস্তমৈথুনের কারণে যারা যৌন দুর্বলতা অনুভব করছেন তারা ৫-৬ মাস দৈনিক এই খাবার ডেইলি খেতে পারেন... ইনশাআল্লাহ অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন...
Comments
Post a Comment