বদনজরের ( রুকইয়াহর) গোসলের নিয়ম:

বদনজরের ( রুকইয়াহর) গোসলের নিয়ম:

প্রথমে একটি বালতি বা গামলায় পানি নিবেন। এরপর সেই পানিতে দুইহাত কবজি পর্যন্ত ডুবিয়ে নিম্নে বর্ণিত দরুদ শরিফ ও সুরাগুলো পড়বেন: 

১) দরুদ শরিফ (যেকোন দরুদ)   ৭বার
২) সুরা ফাতিহা                            ৭ বার
৩) আয়াতুল কুরসি                      ৭ বার
৪) সুরা কাফিরুন                         ৭ বার
৫) সুরা ইখলাস                            ৭ বার
৬) সুরা ফালাক                            ৭ বার
৭) সুরা নাস                                 ৭ বার
৮) শেষে আবার দরুদ শরিফ
পড়বেন                                        ৭ বার

এরপর হাত উঠিয়ে সেই পানি দিয়ে গোসল করে নিবেন।

✅লক্ষণীয়:

✅দরুদ শরিফ ও সুরা পড়ে পানিতে ফুঁ দেওয়ার প্রয়োজন নেই। 
✅এই পানির সাথে অন্য কোনো পানি মিশাবেন না, শুধু এটা দিয়েই গোসল করবেন। 
✅যদি টয়লেট আর গোসলখানা একসাথে হয় তাহলে অবশ্যই বাইরে থেকে পানি পড়ে তারপর ভেতরে নিয়ে গোসল করবেন।
✅প্রথমে এই পানি দিয়ে গোসল করার পর আপনি চাইলে অন্য পানি দিয়ে আবার গোসল করতে পারবেন।

Comments

Popular posts from this blog

একজন পতিতার প্রেমের গল্প

What are the benefits of exercising in the morning?

Know the right time to exercise