বদনজরের ( রুকইয়াহর) গোসলের নিয়ম:

বদনজরের ( রুকইয়াহর) গোসলের নিয়ম:

প্রথমে একটি বালতি বা গামলায় পানি নিবেন। এরপর সেই পানিতে দুইহাত কবজি পর্যন্ত ডুবিয়ে নিম্নে বর্ণিত দরুদ শরিফ ও সুরাগুলো পড়বেন: 

১) দরুদ শরিফ (যেকোন দরুদ)   ৭বার
২) সুরা ফাতিহা                            ৭ বার
৩) আয়াতুল কুরসি                      ৭ বার
৪) সুরা কাফিরুন                         ৭ বার
৫) সুরা ইখলাস                            ৭ বার
৬) সুরা ফালাক                            ৭ বার
৭) সুরা নাস                                 ৭ বার
৮) শেষে আবার দরুদ শরিফ
পড়বেন                                        ৭ বার

এরপর হাত উঠিয়ে সেই পানি দিয়ে গোসল করে নিবেন।

✅লক্ষণীয়:

✅দরুদ শরিফ ও সুরা পড়ে পানিতে ফুঁ দেওয়ার প্রয়োজন নেই। 
✅এই পানির সাথে অন্য কোনো পানি মিশাবেন না, শুধু এটা দিয়েই গোসল করবেন। 
✅যদি টয়লেট আর গোসলখানা একসাথে হয় তাহলে অবশ্যই বাইরে থেকে পানি পড়ে তারপর ভেতরে নিয়ে গোসল করবেন।
✅প্রথমে এই পানি দিয়ে গোসল করার পর আপনি চাইলে অন্য পানি দিয়ে আবার গোসল করতে পারবেন।

Comments

Popular posts from this blog

ছেলে-মেয়েদের সুন্দর নামের অর্থসহ তালিকা (ইরোটি২৪)

পরিবর্তন

একজন পতিতার প্রেমের গল্প