Posts

Showing posts from April, 2022

মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।

J.S.C – এর পূর্নরূপ — Junior School Certificate. 💠 J.D.C – এর পূর্নরূপ — Junior Dakhil Certificate. 💠 S.S.C – এর পূর্নরূপ — Secondary School Certificate. 💠 H.S.C – এর পূর্নরূপ — Higher Secondary Certificate. 💠 A.M – এর পূর্নরূপ — Ante meridiam. 💠 P.M – এর পূর্নরূপ — Post meridiam. 💠 B. A – এর পূর্নরূপ — Bachelor of Arts. 💠 B.B.S – এর পূর্নরূপ — Bachelor of Business Studies. 💠B.S.S – এর পূর্নরূপ — Bachelor of Social Science. 💠 B.B.A – এর পূর্নরূপ — Bachelor of Business Administration 💠 M.B.A – এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration. 💠 B.C.S – এর পূর্নরূপ — Bangladesh Civil Service. 💠 M.A. – এর পূর্নরূপ — Master of Arts. 💠 B.Sc. – এর পূর্নরূপ — Bachelor of Science. 💠 M.Sc. – এর পূর্নরূপ — Master of Science. 💠 B.Sc. Ag. – এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture . 💠 M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture. 💠 M.B.B.S. – এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery. 💠 M.D. – এর পূর্নরূপ — Doctor of Medicine./ M...

জনসচেতনতায়ঃ

Image
একজন মুমূর্ষু রোগীর যদি ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন হয় আর তার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তখন সেই ব্লাড ম্যানেজ করা খুবই কঠিন হয়ে পড়ে।  A-, B-, O-, AB- যাদেরকে আমরা নেগেটিভ ব্লাড হিসেবে চিনি। বিশ্বে নেগেটিভ ব্লাড অধিকারী মানুষের সংখ্যা অপ্রতুল।  আর এই সুযোগটাই কাজে লাগায় একদল প্রতারক।  স্বাভাবিকভাবেই রোগীর লোক খুব সহজে নেগেটিভ ব্লাড ম্যানেজ করতে পারেন না। তখন তারা অনলাইনে বিভিন্ন রক্তদান সংগঠনের কাছে ব্লাড রিকুয়েষ্ট দিয়ে থাকেন। সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে প্রতারকরা ফাঁদ পাতে। প্রতারকরা কল দিয়ে জানায়, সে ব্লাড দিতে পারবে বা তার কাছে নেগেটিভ ব্লাড আছে। কিন্তু সিএনজি ভাড়া লাগবে অথবা বাইকে তেল শেষ। ইমার্জেন্সি হওয়ায় রোগীর লোক ৫০০, ১০০০ টাকা বিকাশ করে দেয়। অনেকেই মনে করেন অল্প কিছু টাকা গেলে যাক, ব্লাড পেলেই হল। টাকা পাবার পর প্রতারকরা নাম্বার বন্ধ করে দেয়। এদিকে অনেক রোগীর লোক প্রতারিত হয়ে সংগঠন বা স্বেচ্ছাসেবীদেরকে দায়ী করে। এতে তারাও বিব্রত হয়। কিন্তু একজন প্রকৃত রক্তদাতা কখনোই টাকার বিনিময়ে রক্তদান করে না। রক্তদানে তাই অগ্রীম লেনদেন করা থেকে বিরত থাকুন। প্...

অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের দুনিয়া থেকে বের হয়ে সত্যেকে জানুন

Image
😆🤣 ভারতে মা ও ছেলের কিছু  কথোপকথন। 🙄ছেলে = মা তাজমহল এতো সুন্দর তাজমহল আমরা বানিয়েছি তাই না ???  😥 মা = জ্বী না , যিনি বানিয়েছিলেন উনার নাম শাজাহান বাদশা , উনি মুসলিম ছিলেন । ছেলে = ওহ  । আচ্ছা তাহলে কুতুবমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি ???🙄 মা= জ্বী না । উনিও মুসলিম ছিলেন । উনার নাম কুতুবুদ্দিন আইবক ।😥 ছেলে =  । তাহলে লালকেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি ??🙄 মা = না । ওটাও মুসলিম শাসকরা বানিয়েছে ।🤧 ছেলে = তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি ??🙄 মা= না। পুরাতন কেল্লা মুসলিমরা বানিয়েছে ।😔 ছেলে =তাহলে চারমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি😕 মা= না। চারমিনার মুসলিম শাসকরা বানিয়েছে।😟 ছেলে = মা আমি শুনেছি ভারত প্রথম মিসাইল তৈরি করেছিল , মিসাইল হিন্দু শাষকরা বানিয়েছে তাই না😀 মা= না । ভারতে প্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন টিপু সুলতান । উনিও মুসলিম।😪 ছেলে= মা আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় ও পুরাতন রোড গ্ৰান্ড ট্রাঙ্ক রোড  । প্রায় ৩০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত । আচ্ছা মা সেটা তো আমরা বানিয়েছি ??😌 মা=না । গ্ৰান্ড ট্রাঙ্ক রোড আমরা বানায়নি । গ্ৰান্ড ট্রাঙ্ক রোড ...

লোভে পাপ পাপে মৃত্যু

Image
একটি পাখি তাড়াহুড়ো করে মাছ শিকার করতে গিয়ে ভুল করে একটা ভয়ংকর সাপকে মাছ ভেবে খেয়ে ফেললো।  এবার সে আকাশে উড়তে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পরেই সে অনুভব করলো সাপটি তার পেট ছিড়ে বাহিরে বের হয়ে যাচ্ছে। জীবিকার ক্ষেত্রে তাড়াহুড়ো করে রাতারাতি বড় লোক হওয়ার জন্য হারাম ও অবৈধ পন্থা অবলম্বন করা উচিত নয়। হয়তোবা এই হারাম গ্রাস ও অবৈধ মাধ্যমটি নিজের জীবনটাই কেড়ে নিতে পারে।  মানুষ ঠকিয়ে,মানুষের হক্ব মেরে,জোর জবরদস্তি কিংবা চিটারি-বাটপারি করে যে টাকার পাহাড় বানানো হয়,একটা সময় সেটা ভয়ংকর সাপের চেয়েও কঠিন মৃত্যুর দিকে ধাবিত করে !!    

গীবত পরিহার করুন

Image
গাছটি আপনার, অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না,মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে❗ ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা। যাদের নামে আমি/আপনি গীবত করে বেড়িয়েছি,বাজে সমালোচনা করেছি,  কেয়ামতের দিন আমি/আপনি তাদের কাছে ফেঁসে যাবো। সেদিন আমার/আপনার নেক আমল ওদের দিয়ে, তাদের গোনাহ্ গুলো আমাদের কাঁধে চাপিয়ে দেয়া হবে। সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না।  আল্লাহ্ তায়া’লা  আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তাওফিক দান করুক। কারও কারনে কস্ট পেলে আমরা একজন আরেকজনের কাছে তা শেয়ার করি,মনকে হালকা করার জন্য, অথচ এরি মধ্যে যে গীবত করে ফেললাম,এটা আর বুঝতে পারলাম না।আল্লাহ সঠিক বুঝ দান করুক আমিন।

চুয়াডাঙ্গা জেলার সংক্ষিপ্ত ইতিহাস ও ছবি

Image
চুয়াডাঙ্গা জেলার সংক্ষিপ্ত ইতিহাস: চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ সালে চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম রেলপথ ও বাংলাদেশ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্রথম রেলওয়ে স্টেশন স্থাপিত হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হলে নদীয়া জেলার চুয়াডাঙ্গা মহকুমা সদর দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় স্থানান্তর করা হয়। এর ফলে চুয়াডাঙ্গা তখন নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ মহকুমা ও সর্ববৃহৎ ব্যবসাকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় চুয়াডাঙ্গা মহকুমা নবগঠিত কুষ্টিয়া জেলার সাথে একীভূত হয়ে পাকিস্তান (পূর্ব বাংলা) অন্তর্ভুক্ত হয়। চুয়াডাঙ্গা জেলা ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে বিভক্ত হয়ে স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৬ মার্চ চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের প্রথম কমান্ড দক্ষিণ-পশ্চিম কমান্ড গঠিত হয়। বাংলাদেশের প্রথম ডাকঘরটিও চুয়াডাঙ্গায় অবস্থিত। যুদ্ধের সময় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের স্মৃতিচিহ্ন রয়েছে - চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পিছনে, নাতুদহ উচ্চ বিদ্যালয়ের পিছনে তিনটি গণকবর, জীবননগর সীমান্তবর্তী ধ...

একটা মিস্টি প্রেম কাহিনী..

গল্পঃ একটা মিস্টি প্রেম  কাহিনী........   লেখকঃ #shuvo.......   নীলাঃ এই যে মিস্টার শুনেন..... সুভঃ জি?  মহারানি বলেন...... নীলাঃ আজ রাতে ঘুমাবো না😜... সারারাত ওই বেলকনিতে বসে বসে গল্প করবো । সুভঃ পাগলে বলে টা কি? বালিশটা এইদিকে দাও। নীলাঃ বল্লাম না আজ আর ঘুমাবো না। সুভঃ পাগলামো করো না তো বালিশটা এইদিকে দাও!! নীলাঃ দেবো না! হি হি হি...... সুভঃ আমি তোমাকে দিতে বলছি না? নীলাঃ তুমি বল্লেয় সব কিছু করতে হবে? সুভঃ আমি তোমার স্বামি না!! নীলাঃ আমিও তোমার মিস্টি বোউ! সুভঃ  আমি কি কখনো বলেছি তুমি আমার বোউ না? নীলাঃ তুমি তো আমার একটা কথাও শোন না! 😂   সুভঃ  কে বল্লো আমি তোমার একটা কথাও শুনি না? নীলাঃ তাহলে ঘুমাতে যাও কেন? সুভঃ সারাদিন কাজ করে শরীর টা অনেক ক্লান্ত হয়ে আছে তো তাই এমন মহারানি! নীলাঃ এই ধর তোমার বালিশ!  তুমি নাক ডেকে ঘোমাও।  আমি তো তোমার কেও না? সুভঃ রাগের করনে মহারানি বেলকুনিতে বসে আছে!  দুর এখন কি আর ঘুম আাসবে!  বালিশটা ছুড়ে দিলাম।  (তারপর বেলকোনিতে চলে গেলাম।  পাগলি টা একটু রেগে আছে) কিছু না বলেই পিছন থেকে জরিয়ে ধরলা...

তৃপ্তি

'মা ইফতারিতে কিছু বানাবা না?' ছয় বছর বয়সী আলীর কথায় তার মা রহিমা বেশ চটে গিয়ে বললো, 'ভাত রাধুম। ভাত খাবি। আবার ইফতারি কিয়ের!' আলীর মুখটা নিমিষেই চুপসে যেতে দেখে রহিমা আবার কড়া স্বরে বলে উঠলো, 'প্রথমদিন তো ইফতারি বানাইয়া খাওয়াইলাম। আবার শ্যাষদিন খাওয়ামু। প্রত্যেকদিন ইফতারি লাগবো ক্যা! ভাতই জুটনে কষ্ট আবার ইফতারি!' আলী কোনো কথা না বলে চুপচাপ বসে রইলো। রহিমা ছেলের দিকে তাকিয়ে আছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এখনো আলী কিছু মুখে তুলেনি। আজ সে রোজা তিনটে নয় একটাই রাখবে বলে পণ করেছে। রহিমা অবশ্য এখনো ভাবছে, খানিক বাদেই সে পণ বনে গেলো বলে।  গলার স্বরটাকে শান্ত করে রহিমা বললো, 'আস্ত ডিম রাধুম তোর জন্য। একটু পর ভাত খাইস।' আলী কোনো জবাব না দিয়ে হেঁটে চললো রাস্তার দিকে। রহিমা লেগে পড়লো পিঁয়াজ আর রসুনকুচি বাটাবাটির কাজে। খরতাপে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করা রহিমার মন চাইলেও হিসেবের বাহিরে খরচা করতে পারে না। দিনমজুর স্বামীর স্বল্প আয়ে টেনেটুনে সংসার চালিয়ে নেওয়ার দায়িত্ব তার মাথায় থাকে বলেই মাথাটা তার একটু বেশি গরমই থাকে। যেখানে সে দিন কোনোরকমে...

প্রবাসী_জীবন

#অনুগল্প গভীর রাত প্রায় দু'টো বাজতে চললো তখনি কানের কাছে রিতুর ফোনটি কেঁপে কেঁপে বেজে ওঠে! ফোনের রিংটোনের আওয়াজ কানে যেতেই রিতুর ঘুম ভেঙে যায়! ঘুমঘুম চোখে ফোনের স্ক্রিনে রাজীব লেখা দেখে এক নিমিষেই ঘুম খানি ওড়াল দেয় চোখ থেকে! বুকের মধ্যে অজানা ভ-য় গ্রাস করে ওঠে রিতুর! মানুষটা এতো রাত্রে কল করেছে কোনো কিছু হলো না তো?  সে তো এখন নাইট ডিউটি করছে তাহলে ডিউটির মধ্যে এতো রাত্রে ফোন কেনো? মাথায় এসব চিন্তা ভাবনা নিয়ে ফোন রিসিভ করতেই রাজীব বলে ওঠলো,,,,  -"ঘুমিয়ে গেছিলিরে বউ? এতো রাইতের বেলা তোরে ফোন দিয়া ডিস্টাব করলাম ক্যান?" রাজীবের গলার আওয়াজ শুনে রিতু বললো, -"না গো ডিস্টাবের কথা কি কও? তুমি আমাগো লাইগা এই পরিবার আত্মীয় স্বজন সব ছাইড়া সেই সুদুর বিলেতে পাড়ি জমাইছো তুমি যদি ফোন দেও ডিস্টাব হইতে পারি বুঝি? এতো ক-ষ্ট করো আমাগো লাইগা আর আমি এই দেশে বইয়া তোমার লগে দুইখান কথা কইতে পারমু না বুঝি? এইডা কি কোনোদিনও হয় কওতো?"  -"আরে বউ তুই তো জানোসই অহন আমার নাইট ডিউটি চলতাছে রাত্রেবেলা ডিউটি করতে গেলে ঘুমে চোখ দুইখান  বুইজা আহে কিন্তু তাও করতে হয়। কি করমু ক? মালিকে তো রাইতের...

ওয়ান সাইডেড love

Image
-অই শোন.. -হ্যা, তখন থেকে তো শুনেই যাচ্ছি তোর বকবক গুলা। বলে যা.. - আচ্ছা তোর gf নাই কেন?? - হাহাহা.!  - হাসছিস যে.! - হাসবো না তো কি?? - আরে গাধা মশাই আমি হাসারমতো কোন কথা বললাম নাকি?? - উফফ হাসতে হাসতে পেটে খিল ধরে গেল..! - আরে বলনা তোর gf নাই কেন?? - গাধী তুই জানিসনা ভালোবাসা পাওয়ার যোগ্যতা সবার থাকেনা। - মানে..? - মানে আমি সুন্দর না, মাগুর মাছের মতো কালা কুচকুচা, আবার মধ্যবিত্ত। কে আমার গলায় ঝুলবে বল...? - আরে গাধা ভালোবাসা হয় মন দেখে। ধন সম্পদ আর চেহারা দেখে না। আর তুই কি কালো নাকি?? ওটাকে কালো বলে না। - যাইহোক, তোর bf কোই?? আজকে একবারো দেখলাম না! - আমার আবার bf আসলো কোথ থেকে?? - আরে ঐযে কি যেন নাম উকুন না শকুন..! - কুত্তা ওর নাম উকুন/শকুন না রোকন ওর নাম - হিহিহি ঐ একই কথা..  ছেলে টা ১ বছর থেকে তোর পিছনে ঘুর ঘুর করতেছে, তোকে সত্যি  অনেক ভালোবাসে রে..! - কি জানি, জানিনাহ অত কিছু বাবাহ অভিজ্ঞতা নাই..! -আচ্ছা সত্যি করে বলতো তুই  রোকন কে ভালোবাসিস কি না?? -সত্যি বলতে বলছিস?? - হুম ২৪ ক্যারেট..! - মানে কি ?? - মানে খাটি সোনার মতো খাটি সত্য কথা বল..  - আসলে আমিও ...

: বাসর রাত

গল্প : বাসর রাত লেখক : Romantic Lover Boy 🙂🙂বন্ধুদের খোচা খেতে খেতে বাসর ঘরে বীর পুরুষের মতো প্রবেশ করেই ফেললাম । প্রবেশ করার পূর্বে হার্টবিট কিছুটা কম থাকলেও প্রবেশ করার পর এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো😶😶 ।  লাজুক ছেলেটি একটা অপরিচিত মেয়ের সাথে থাকবে ,, মেয়েটা তাকে পছন্দ করবে কি না ?? মেয়েটি তাকে স্বাভাবিক ভাবে নিবে কি না ?? এগুলো ভাবতে ভাবতে কপাল ঘামতে শুরু করে দিলো । এতো ভয় পাওয়ার কি আছে , তার সাথেই তো সারাজীবন থাকতে হবে ,, ভয় পাওয়ার কিছু নেই রাকিব, এভাবে নিজেই নিজেকে সাহস দিতে লাগলাম । এরকম পরিস্থিতিতে এই অসহায় ছেলেটিকে কেউ সাহায্য করার ও নেই । তার পর নিজেকে শক্ত করলাম । একটু একটু করে তার দিকে এগিয়ে গেলাম । সে চুপটি করে বসে আছে । আমি তার ঘোমটা খুলে মুখ দেখার জন্য নিজেকে শক্তভাবে প্রস্তুত করলাম ।  কিন্তু বেচারা হাত কিছুতেই তার ঘোমটা খোলার সাহস পাচ্ছিলো না । মেয়েটি বুঝতে পারলো আমি ভীষন ভাবে লজ্জিত তাই ও নিজেই নিজের ঘোমটা তুললো । তার চন্দ্রমুখ টা দেখে আমি হতভাগ হয়ে চেয়ে থাকলাম আর অবাক হলাম । তার হরিণী চোখ আর ঘন মেঘ বর্ণ চুল আমাকে ভাষাহীন করেছে । মিষ্টি :--   এ...

পরিকল্পিত বিয়ে

Image
"ওকে ধর্ষন তো দূরের কথা ছুঁয়েও দেখিনি আমি!"   রাগে আক্রোশে চিৎকার করে বললাম আমি। কিন্তু কেউ বিশ্বাস করছে না আমার কথা। মেয়েটা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন।  আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। পালনোর পথ নেই। এ কোথায় এসে ফেঁসে গেলাম! নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। পাশের রুম থেকে আম্মার কান্নার আওয়াজ পাচ্ছি। আম্মা কল্পনাও করতে পারছে না, আমি এমন ঘৃণিত একটা কাজ করতে পারি! যে ছেলে বাসায় মেয়ে আত্মীয় আসলে হাটু কাঁপে। বাসা থেকে পালিয়ে যায়। কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না। সবসময় নজর হেফাজত করে চলে। সে ছেলে অন্যের বাসায় ঢুকে যেনা করে কি করে! আম্মার কান্নার আওয়াজ শুনে আমারও খুব কান্না পাচ্ছে।  মেয়ের বাবার গুন্ডা প্রকৃতির লোকজনেরা আমার হাত চেপে ধরে বসে আছে। কাজি সাহেব বার বার বলেই যাচ্ছে -  - "বলো বাবা কবুল।" কবুলের নিকুচি করি। দাঁতে দাঁত চেপে মনে মনে বলে উঠলাম আমি। আমার এমন মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। একে তো বেপর্দা নির্লজ্জ, উপরন্তু উদ্ভট টাইপের। কেমন যেন ছেলে ছেলে ভাব! এমন দ্বীনহীন মেয়েকে বিয়ে করার থেকে তো ক...

রমাদান রুটিন

❤️ রমাদান রুটিন ❤️ ১. রোজাদারদের  দোয়া আল্লাহতালা  কখনো ফেরত দেন না,  তাই সকাল বিকাল, চলতে ফিরতে,  মনে মনে সর্বোঅবস্থায় দোয়া করা।  ২. রমাদান মাসে দোয়া কবুলের সেরা সময় সমূহঃ- ★ইফতারের পূর্বে, প্রত্যেক  ফরজ নামাজের পর, আজান ইকামতের মধ্যেবর্তি সময়, তাহাজ্জুদ নামাজে।  ৩.রমাদান মাসে সর্বোঅবস্থায় ছোট ছোট কিছু  আমল করাঃ- ★ সর্বাঅবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়া & সুবহানাল্লাহী অবিহামদিহি,  সুবহানাল্লাহীল আযীম- জান্নাতে পথ সহজ করবে ★ সুবহানআল্লাহ,  আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহু আকবার  - সর্বো অবস্তায় পাঠ করা।  ৪. নবী (সাঃ) উপর বেশি বেশি দুরুদ পাঠ করা - সর্বাঅবস্থায়। ৫. আল কোরআন তেলোয়াত করা ও বেশি বেশি নফল নামাজ আদায় করা।  রমাদান মাসে ১ রাকাত নফল নামাজে -৭০ গুন সোয়াব বেশি।  ৬. রোজা থাক অবস্থায়  অপ্রয়োজনীয় কথা কম বলা, হাসি ঠাট্রা কম করা, গীবত-মিথ্যা,  না  বলার চেষ্টা করা এবং প্রয়োজন ব্যাতিত অতিরিক্ত হারে মোবাইল ফোন না চালানো &  গান বাজনা,  নাটক মুভি,  এগুলা দেখা থেকে বিরত থাকা - রোজা অ...

তারাবির নামাজ না পড়লে রোজা হবে?

Image
  তারাবির নামাজ না পড়লে রোজা হবে? তারাবির সঙ্গে সিয়ামের কোনো সম্পর্ক নেই। তারাবি একটি ফজিলতের বিষয়। এসব নামাজ সুন্নাত।  আর রোজা একটি ফরজ ইবাদত। তবে তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা সিয়ামের থেকে কম নয়।  এক হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।”   একই হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি রমজানে কিয়াম বা সালাতুত তারাবীহ করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।"   তাই তারাবির নামাজের মতোই রমজান মাসে রোজা রাখার গুরুত্ব রয়েছে। পুণ্যের দিক থেকে কোন পার্থক্য নেই। কিন্তু দুটি ভিন্ন ইবাদত। তারাবির নামাজ না পড়লে সে রোজা রাখবে না বা তার ফজিলত থেকে বঞ্চিত হবে এমন বক্তব্য সঠিক নয়। তিনি রোজা রাখবেন- এতে কোনো সন্দেহ নেই।