Posts

Showing posts from March, 2022

প্রাপ্তির পরিশেষে

আমার বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছিল দীশাকে বিয়ে করতে চেয়েছিলাম বলে। হাজারো বার মানুষের মুখে আমাকে শুনতে হয়েছে দীশা টাকার লোভে আমার সাথে সম্পর্কে জড়িয়েছে। আর দীশাকে শুনতে হয়েছে, ধনীর ছেলেরা শুধু প্রেম করে চলে যায়। বিয়ে করে না। কিন্তু আমরা জানতাম আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। বাড়ি ভর্তি মানুষের সামনে বাবা বলেছিল, " আমার টাকা ছাড়া তুমি এক পা ও চলতে পারবে না। বাইরের জীবন এত সহজ না। তুমি আজ ঐ ফকিন্নি মেয়ের জন্য আমার কথার অবাধ্য হচ্ছো। তাই আমি তোমার ফেরত আসার সব রাস্তা বন্ধ করে দিচ্ছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার পা যেন এই বাড়িতে না পড়ে। "  কথাটা শোনার পর এক মিনিটও আমি সেখানে দাঁড়াই নি। সম্পূর্ণ শূন্য হাতে বেরিয়ে এসেছিলাম।  সত্যিই বাইরের জীবন টা আমার জন্য সহজ ছিল না। বাবা মায়ের ভাষ্যমতে সোনার চামচ মুখে জন্মগ্রহন করেছিলাম আমি। ঘুম থেকে উঠে বেডসাইড টেবিলে চা কফি রেডি থাকতো। বাড়ি ভর্তি চাকর। মুখ দিয়ে হা করতেই সবকিছু চোখের সামনে হাজির। প্রাইভেট কারে ভার্সিটি যেতাম। ইচ্ছামতো দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। বাবার ব্যাংক ভর্তি টাকা ইচ্ছামতো উড়াতাম। কিন্তু জীবনটা হঠাৎ পাল্টে গেল কারো প্রেমে প...

হারাম_রিলেশন_থেকে_বিরত_থাকুন

Image
#হারাম_রিলেশন_থেকে_বিরত_থাকুন একটু ধৈর্য ধরে পড়ুন 💛🌿 আসসালামু আলাইকুম। বর্তমানে আমি এবং আমার ওয়াইফ দুইজনই সরকারি চাকরিজীবী। আমাদের তিন বছরের একজন ছেলে সন্তান রয়েছে।  আমার ওয়াইফ আমার থেকে এক বছরের ছোট। আমাদের প্রেমের বিয়ে ছিলো এবং তার ফ্যামিলি থেকে প্রথমদিকে সাপোর্ট না থাকলেও পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতেই বিবাহ সম্পন্ন হয়। এখানে তার অবদানই বেশি ছিলো কারণ সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। উল্লেখ্য বিয়ের সময়ে আমি বেকার ছিলাম যদিও আল্লাহর মেহেরবানীতে বিয়ের এক বছর পরই আমার ভালো চাকরি হয় এবং আমার ওয়াইফের কোলজুড়ে একজন ছেলে সন্তান আসে আলহামদুলিল্লাহ।  আমার ওয়াইফের স্বপ্ন ছিলো প্রতিষ্ঠিত হওয়া। আমি প্রথমে বারণ করলেও তার জেদের কাছে হার মেনে রাজি হই। তার রেজাল্ট ও অনেক ভালো এটাও একটা বড় কারণ।  আমার ওয়াইফ মেধাবী দরূণ সে খুব তাড়াতাড়ি ই সরকারি চাকরি পেয়ে যায়। তার প্রথম পোস্টিং হয় আমার থেকে প্রায় ৩০০ কিঃমিঃ দূরের একটি শহরে। আমার প্রথমে অনেক খারাপ লাগবে ওয়াইফ এবং সন্তানকে ওয়াইফের ইচ্ছে অনুযায়ী সেখানে পাঠাই।  আমাদের দিনগুলো খুব ভালোই চলছিলো। সে ছুটিতে আমার কাছে আসতো আর আ...

সর্তক_হওয়া_জরুরি

Image
#সর্তক_হওয়া_জরুরি...  আজ কুমিল্লা গিয়েছিলাম সার্টিফিকেট গুলো নেওয়ার জন্য।আসার সময় শাসনগাছা থেকে জনতা বাসে উঠি। আমি বাসে বসলে সচরাচর মহিলাদের পাশেই বসি বা খালি সিট পেলে সিঙ্গেল মহিলাদের পাশে বসতে বলি।আজকে ও তাই।আপুটা মেবি কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে উঠেছিল।ক্যান্টনমেন্ট এসে একজন মধ্যবয়সী লোক আর তার স্ত্রী বাসে উঠলো। অনেকে বাস থেকে নেমেছিল তাই বাসে লোকজন ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো যাই হোক,,উনি উনার স্ত্রীকে একজন মহিলার পাশে বসালেন।আর উনি আমাদের ঠিক পিছনের সিটে একজন পুরুষের সাথে বসলেন।লোকটা বাসে উঠার সাথে সাথে মোবাইলে কারো সাথে কথা বলছিলেন অশালীন ভাষায় খুব জোরে জোরে।ভাষাগুলো সিলেটি ভাষার মতো বিরক্ত লাগছিল এক সময়। আমার পাশে বসা আপুটা চুপচাপ ছিলেন।নিজের মতো কানে ইয়ারফোন গুজে গান শুনছিলেন শুরু থেকেই। হঠাৎ আপুর অস্থিরতা লক্ষ্য করলাম।জানালা থেকে মুখ ঘুরিয়ে জিজ্ঞাস করলাম আপু আপনার কোনো অসুবিধা হচ্ছে।আপু কিছু বললো না।একটু পর আমাকে ডেকে বলে,, আপু দেখেন না লোকটা কি করতে চাইছে?দেখলাম উনি পিছনের সিট থেকে আপুর সিটে নিচে দিয়ে হাত দিচ্ছে বার বার। আমি আপুকে বললাম একটু অপেক্ষা করুন।আগে...

আজ তার বিয়ে

Image
আজ তার বিয়ে! আলহামদুলিল্লাহ!  এক বছর আগে আমার বাসা থেকে তাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল! কিন্তু রাজি হয়নি! তখন অনেক আফসোস হয়েছিল! পছন্দের মানুষ কে হয়তো পাওয়া হবে না আর! আজকে তার বিয়ে কিন্তু সামান্য আফসোস ও হচ্ছে না! কারণ তার বাসায় গান-বাজনা, নাচানাচি, পর পুরুষ এসে হলুদ দিয়ে তাকে স্পর্শ করা সহ যত বাজে পন্থা সমাজে হয় সেই সবই হয়েছে! আস্তাগফিরুল্লাহ!  যখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন তখন থেকেই নিয়ত ছিল সমাজের রীতি নয়; রাসূল (সাঃ) সুন্নাহ মোতাবেক বিবাহ করবো! তাই আজ আর আফসোস নেই! আমার রব তাকে না পাওয়ার মধ্যেই কল্যাণ রেখেছেন! আলহামদুলিল্লাহ! আর আমার রব কখনোই অকল্যাণকর ফায়সালা করেন না! কখনো না! ওয়াল্লাহি, কখনোই না!

বিড়াল

 বাসর ঘরে আতিক নিজের বউকে একটি বিড়াল গিফট করে। নেহা অবাক হয়ে প্রশ্ন করল, আপনি আমাকে বিড়াল গিফট দিচ্ছেন? তাও বাসর রাতে। আতিক মিষ্টি হেসে হ্যাঁ বলল। নেহার খুব রাগ হল। কারণ বিড়ালকে একটুও পছন্দ করে না নেহা। ভীষণ ভয় পায় বিড়ালকে সে। আতিক বিয়ে করা বউয়ের রাগী চেহারার দিকে তাকিয়ে রহস্যজনক হাসি দিয়ে বলল, এই বিড়াল কিন্তু কোনো স্বাভাবিক বিড়াল না। নেহা রাগী চেহারা নিয়ে প্রশ্ন করলো, আপনি বিড়াল সরাবেন, আমার পছন্দ না বিড়াল। আতিক বিড়ালকে নিজের কোলে জড়িয়ে ধরলো। আর বলল, এই বিড়ালের বর্তমান মূল্য এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা। নেহা তিন কবুলে স্বামী বানানো পুরুষটির দিকে তাকালো। বাসর রাতে কেউ এমন করে? হ্যাঁ করে, সেটা তার স্বামীই। নেহা আর কিছু না ভেবে বলল, এই আপনি কী বলুন তো? এমন নাটক কেন করছেন? এই দেশি বিড়ালের দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা? বোকা পেয়েছেন আমায়? আতিক মুচকি হেসে বলল। বিশ্বাস হলো না তো? যেদিন বিড়ালটা চুরি হবে সেদিন ঠিকই বুঝবে এর মূল্য। আমি হলাম তোমার স্বামী। অভিনয় পারি না বলে অপেক্ষা বইয়ের ইমনের বাবা হয়ে অভিনয়টা আর করা হয়ে উঠে নি আমার। নেহা এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। খুব রাগ হচ্ছে তার, বাব...

বিমানসেনা হতে চাও???

Image
⁉️ বিমানসেনা হতে চাও???   জেনে নাও কিছু তথ্য।  ✅ যদি তোমার জিপিএ ৩.০০ থাকে এবং বয়স ২১-২৪ বছর এর মধ্যে থাকে তাহলে #এমটিওএফ ট্রেডে আবেদন করবে। ✅ যদি তোমার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.৫০ এর উপরে থাকে,  উচ্চতা ৫'৬" থাকে তাহলে #টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে।  ✅ যদি তুমি বিজ্ঞান বিভাগ বাদে  অন্য দুই বিভাগের স্টুডেন্ট হও তাহলে #নন_টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে।  ✅ যদি তোমার উচ্চতা ৫'৯" হয় তাহলে প্রভোস্ট,  জিসি অথবা পিএফএন্ডডিআই ট্রেডে আবেদন করবে।  ✅ যদি তোমার আইটি সেক্টরে জ্ঞান বেশি থাকে তাহলে #আইটি_এ্যাসিস্টেন্ট ট্রেডে আবেদন করবে।  ✅ বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি জীব বিজ্ঞান এ ভালো স্টুডেন্ট হও তাহলে #মেডিক্যাল_এ্যাসিস্টেন্ট ট্রেডে আবেদন করবে।  ⚠️ একটি অনুরোধ- বোকার মত সবাই টেকনিক্যাল ট্রেড বা নন টেকনিক্যাল ট্রেড এ আবেদন করবে না। তোমার যোগ্যতা অনুযায়ী ট্রেডে আবেদন করবে।  ☢️ মেয়েরা বিমানসেনা হতে চাইলে যে বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে।  ✅ ৫' উচ্চতা হলে এবং বিজ্ঞান বিভাগের হলে অবশ্যই মেডিকেল এ্যাসিস্টেন্ট পদে আবেদন করবে।  ✅ ৫'৩...

মূল্যায়ন

১ বছরের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে পরীক্ষায় পাশ করতে পারেনি..... ১ মাসের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে তার বেতন পায়নি..... ১ সাপ্তাহের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে হাসপাতালে ভর্তি ছিল..... ১ দিনের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন, যে রোজা রেখেছিল..... ১ ঘন্টার মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে প্রিয়জনের অপেক্ষায় ছিল...... ১ মিনিটের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে ট্রেন মিস করেছিল...... ১ সেকেন্টের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে এক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল.... ।

চেক

অভ্র রুহির দিকে একটি চেক বাড়িয়ে দিয়ে বলল, -আজ থেকে তোকে কিনে নিলাম। আজ থেকে তুই আমার। রুহি কিছু টা অবাক ই হলো। ও রুহিকে চেক দিচ্ছে কেন?  রুহি আগ্রহ  নিয়েই চেক টা নিলো।  চেকের এমাউন্টটার দিকে তাকিয়েই হেসে ফেলল। এমাউন্টের ঘরটায় খুব ছোট্ট করে লিখা ছিলো..'I love you..' আর নিচে ছিলো 'আজিজুল ইসলাম ' নামের একজনের সাইন। তার মানে অভ্র ওর বাবার সাইন করা ব্লাঙ্ক চেক টা চুরি করে নিয়ে এসেছে। আর এতক্ষণে ওর বাবার নজরে সেটা পড়লে দারুণ কেলেঙ্কারি বেধে যাওয়ার কথা।  রুহি হাসি হাসি মুখ করে বলল, -এই চেক টা কোথায় ভাঙাব?? -কেন আমাকেই দিয়ে দে। আমি ভাঙিয়ে আনছি। -আচ্ছা, শোন আমি বাসায় যাচ্ছি। আজকে বাসায় মেহমান আসবে। -চল আমি এগিয়ে দেই। -না, আমি যেতে পারব। অভ্রর দেয়া চেক টা ও খুব যত্ন করে নিজের ব্যাগে রেখে দিল। অভ্র জানতেও পারল না ওর দেয়া সেই চেক টা রুহির কাছে অনেক বেশি মূল্যবান। রুহির বাসার অবস্থা দেখে বুঝতে পারল মেহমান গুলি শুধু বাবার বন্ধু  না। রুহিকে দেখতে এসেছে। রুহির মা রুহিকে এসে বলল, -শোন, এই শাড়িটা পরে আয়। রুহি কিছুটা রাগত স্বরেই বলল, -মা, আমি এসব শাড়ি টাড়ি পরে বসতে পারব না। ওর বাব...

ভার্জিন

।..আপনি কি ভার্জিন? বাসর রাতে সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন কথা শুনে ইতস্তত হয়ে যায় রিয়া। তার মুখে কোনোই কথা নেই। ঘৃনার্থ চাহুনিতে শুধু একবার তাকালো তার স্বামীর দিকে। মাথাটা সাথে সাথে নামিয়ে নিল। বাসর রাতে তার স্বামীর প্রথম প্রশ্নটা যে এমন হবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। রিয়াকে চুপ থাকতে দেখে রিয়াদ(রিয়ার স্বামী)আবার বলে উঠলো: ।.. না মানে আজকালকের মেয়েরা তো বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সাথে রুমডেটে গিয়ে রুম কাপায়।একের পর এক বয়ফ্রেন্ড আসছে যাচ্ছে।কত জনের সাথে যে রুমে উঠলো তার হিসাবই হয়ত নেই তাদের কাছে। তাই কথাটা জিজ্ঞেস করলাম।তুমি সতী তো? স্বামীর মুখে এমন কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো তার।এমন একটা নিচ মানসিকতার মানুষের সাথে তার বিয়ে হবে সে কখনোই ভাবতে পারেনি।এই হীন মানুষটার সাথেই তার সারাজীবন থাকতে হবে কথাটা ভাবতেই তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। রিয়াকে চুপ থাকতে দেখে রিয়াদ আবার বলে উঠলো.. ।.. কিছু বলছো না যে?নাকি তুমিও বিয়ের আগেই বয়ফ্রেন্ডের কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিয়েছ? কথাটা শোনা মাত্রই রিয়ার মাথায় রক্ত উঠে গেল। কিন্তু নিজেকে সংযত করে বললো.. ।.. আ...

একটি শিক্ষনীয় গল্প"""

"""""""""একটি শিক্ষনীয় গল্প"""""'"'"" -------------------------------------------------- এক ব্যাক্তি জঙ্গলে গেল একটা প্রজাপতি ধরে আনার জন্য। লোকটার হাতে কিছু সময় দিয়ে একটা ঘাড়ি বেঁধে দেওয়া হলো। তারপর লোকটা জঙ্গলে গিয়ে একটা প্রজাপতির পেছন ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে লোকটা তার সামনে কি যেন দেখতে পেল। প্রজাপতির কথা ভুলে লোকটা ঐ বস্তুকে নিয়ে তার থলের ভেতর রাখলো। হঠাৎ তার আবার ঐ প্রজাপতির কথা মনে পরলো। তাই সে আবার ছোটা শুরু করলো। আগের বারের মতোই তার সামনে ২য় বস্তুটা পড়লো। প্রজাপতির কথা সে আবার ভুলে গেল। এবং ঐ বস্তুকে লোকটা যত্ন করে থলের ভেতর রাখলো। এতে লোকটার থলে অনেক ভারি হয়ে গেল। প্রজাপতির কথা  পুনরায় মনে পরায় লোকটা বহু কষ্টে আবার ছুটতে লাগলো। তারপর লোভি ব্যাক্তিটা আবার একই ঘটনা ঘটাল। সে ৩য় বস্তুটাও থলের ভেতর রাখলো। তারপর সে প্রতিজ্ঞা করলো, এবার সামনে যাই পড়ুক না কেন, সে প্রজাপতি ছারা আর কিছুই নেবে না। এমন সময় তার হাতের ঘড়িটা বলে উঠলো, তোর সময় শেষ। তাই লোকটা প্রজাপতি না নিয়েই ফিরতে বাধ্য হলো। কি...

দৈনন্দিন কিছু আমল -

দৈনন্দিন কিছু আমল -  > প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুণ। এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম, হাদিস নং- ২৩৪।  > প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২। > প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুণ এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮। > সুবহানালা-হি ওয়াল হামদু লিলা-হি, ওয়ালা ইলা-হা ইলালাহ-হু আলাহু আকবার’’ এই কালিমা গুলো বলা, সূর্য যে সমস্ত জিনিসের ওপর উদিত হয়, সেই সমুদয় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয়।’ [মুসলিম] > অন্য হাদিসে ইরশাদ হচ্ছে, 'হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে, যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো, 'সুবহানাল্লাহি ও...

লাথি

হঠাৎ করেই আরিফ হোসেনের পা গুলো চলার শক্তি হারিয়ে ফেলল। ঘুম থেকে উঠে বসার পর বাম পা টা নিচে রাখার চেষ্টা করতেই তিনি বুঝতে পারলেন পা নড়াবার কোনো ক্ষমতা তার নেই।  কিছুক্ষণ বাকশক্তি হীন ভাবে তাকিয়ে রইলেন পা গুলোর দিকে। সম্ভিত ফিরে পেতেই চেঁচিয়ে ডেকে উঠলেন, 'রুনু....এই রুনু... বাবার ডাক পেয়ে রুনু হন্তদন্ত হয়ে ছুটে আসলো। সবসময় হাসিখুশি থাকা মেয়েটার মুখে আজ কোনো হাসি দেখতে পেলেন না আরিফ হোসেন। মেয়েটি চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, -তোমার কিছু লাগবে, বাবা? তিনি অসহায়ের মত করে বলে উঠলেন, -আমি পা নাড়তে পারছি না রে, মা।  কথাটা শুনে রুনু ডুকরে কেঁদে ফেলে বলল, -ডাক্তার চাচা বলেছেন তুমি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, বাবা।  কথাটা শুনে আরিফ হোসেন ভ্রু কুঁচকে ফেললেন। এরপর জিজ্ঞেস করলেন, -ডাক্তার মানে! ডাক্তার আমাকে কখন দেখে গেল? আমি তো আজকে সকাল থেকে পা নাড়তে পারছি না। ডাক্তার কখন এসেছে? রুনু বাবার পাশে বসল। এরপর স্বান্তনা দেয়ার ভঙ্গিতে বলল, -বাবা, তুমি আজ প্রায় এক মাস যাবৎ বিছানায় পড়ে আছো। তোমার পা প্যারালাইজড হয়ে গেছে। তবে চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে। হয়ত অধিক কষ্ট থেকে বিষয় গুলো তুমি মনে করত...

পুরুষের ৪ বিয়ের সুন্নাত এইটা তো সবাই জানেন কিন্তু বাকিগুলা কী জানেন..?

Image
পুরুষের ৪ বিয়ের সুন্নাত এইটা তো সবাই জানেন কিন্তু বাকিগুলা কী জানেন..? ১. বয়স্ক মহিলাকে বিবাহ করা সুন্নাত। ২. ডিভোর্সী নারীকে বিবাহ করা সুন্নাত। ৩. বিধবা নারীকে বিবাহ করা সুন্নাত। ৪. স্ত্রীর সাথে রান্না করার কাজে, পরিস্কারের কাজে, ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নাত। ৫. ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নাত। ৬. স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নাত। ৭. স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নাত। ৮. স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নাত। ৯. স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নাত। ১০. স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। ১১. স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নাত। ১২. স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নাত। ১৩. পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নাত। ১৪. স্ত্রীর পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নাত। ১৫. স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নাত। ১৬. স্ত্রীর অভিমান ভাঙ্গানো সুন্নাত। ১৭. স্ত্রীর কোলে শুয়ে কুর'আন তিলাওয়াত করা সুন্নাত। ...

নাকফুল

খারাপ খবর যে বাতাশের আগে ছড়ায় সেটা আরেক বার প্রমান হলো । দুলু ভাই নাকি কোন হোটেলে বাজে মেয়েছেলে নিয়ে ধরা খেয়েছে। কয়েকটি মিডিয়া আবার  সেটার নিউজ কভারেজ করেছে। তারপর থেকেই আমাদের ফ্যামিলিতে তোলপাড় শুরু। নিকট পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মধ্যে একটা ঢিঢি পড়ে গেছে। লজ্জায় আমরা  মাথা তুলে কারো সাথে কথা বলতে পারি না। .. জানতে চান দুলু ভাই কে? দুলু ভাই হচ্ছে আমার একমাত্র বড় বোনের হাসব্যান্ড । ঠিকাদারি ব্যবসা করেন।  আমরা তিন বোন দুই ভাই। নিলু আপা সবার বড়। নিলুপার গায়ের রঙ শ্যামলা। জন্মগত ভাবেই তার বা'পা থেকে ডান পা ছিল সামান্য খাটো।  ফলে কিছুটা খুঁড়িয়ে হাঁটেন।  অন্যদিকে আমাদের বাবা সামান্য স্কুল শিক্ষক। আজকাল পাত্রীর বাবার টাকা না থাকলে বিয়ের বাজারে পাত্রীর কদর এমনিতে কম। তারপর আবার নিলুপার এই সমস্যা।  এদিকে আমার অন্য দুই বোনও বিয়ের উপযুক্ত হয়ে উঠেছিল। যতোই দিন যাচ্ছিল বাবা আর মায়ের কপালে চিন্তার ভাজ ফুটে  উঠছিল। সব পাত্রই নিলুপা কে দেখে ফিরে যাচ্ছিল।  তারপর একদিন হটাত দুলু ভাইয়ের আবির্ভাব। ঘটক চুন্নু মিয়া এই সম্পর্ক নিয়ে আসে। দুলু ভাই ছিলেন খুব হ্যান্...

বিয়ে নিয়ে প্রতিটি মেয়েদের এবং ছেলেদের অনেক স্বপ্ন থাকে।

#বিয়ে বিয়ে নিয়ে প্রতিটি মেয়েদের এবং ছেলেদের অনেক স্বপ্ন থাকে।  . জামাই কেমন হবে, বিয়ের অনুষ্ঠানে কিভাবে সাজবে, বিয়ের পর একসাথে তাহাজ্জুদ পড়বে,  ফজরের নামাজের জন্য ডেকে তুলবে, আরও  নিশ্চয়ই এমন অনেক স্বপ্ন থাকে, তবে বিয়ে নিয়ে সবারই স্বপ্ন থাকে। . বিয়ে নিয়ে যখন মেয়েরা স্বপ্ন দেখে তখন  তারা সুখের স্বপ্নই দেখে ।  . . বিয়ের পরবর্তীতে যে পরীক্ষা আসবে তার কথা  কেও ভাবেনা।  ভালো খারাপ মিলিয়েই মানুষ,  কিন্তু সে যখন সব সুখের স্বপ্ন নিয়ে শশুড় বাড়িতে যায় তখন আল্লাহর পরীক্ষা আসলে সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি তার থাকেনা এবং একটা ধাক্কা খায়। . . ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় বিয়ে করে সে যে  শুধু ঘরে একটা বউ এনেছে তা না,  কত বড় দ্বায়িত্ব এনেছে তা বুঝেনা।  ভাবে খাওয়া আর পোশাক আশাক দিলেই হয়ে গেলো। এটাই দ্বায়িত্ব পালন করা।  . . বউ যদি কাজের জন্য বা অন্য কিছুর জন্য কমপ্লেইন করে তাহলে বউ কে বলা হয় এটা তো মেয়েদেরই কাজ! বিয়ে মানে রেসপন্সসিবিলিটি!  . . আল্লাহ ছেলে মেয়ে উভয়েরই দ্বায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে কুরআন ও রাসূল (সাঃ) এর  মাধ্যমে ...

সোনা এবং সংসার

দেবরের বিয়ে নিয়ে ভীষণ খুশি ছিলো সাঞ্জিদা৷ কিন্তু তার থেকে দিগুণ কষ্ট আর মন খারাপ হলো, যখন শুনলো বিয়েতে ঠিক করা তিন ভরি সোনার মধ্যে দুই ভরি সোনা তাকেই দিতে হবে।  কোনো মেয়ে কখনোই চাইবে না নিজের বিয়ের সোনা অন্য কাউকে দিতে। আর আকদের আংটি তো কোনো ভাবেই চাইবে না দিতে।  কিন্তু সাঞ্জিদার সাথে ঠিক তাই ঘটতে যাচ্ছে।  বিয়েটা নিয়ে যতোটা আনন্দিত ছিলো সে, সোনার বিষয়টা শোনার পর থেকে এই বিয়ে নিয়েই বিন্দুমাত্র খুশি না এখন।   শাশুড়ী নানান ভাবে তাকে বোঝাচ্ছেন,  বউমা তোমার সোনাগুলো দিয়ে দাও। আরিফ (দেবর) তো ওর বউকে সোনা এমনিতেই দিবে। হয়তো কিছুটা দেরি হবে।  সব ঠিক হওয়ার পর যদি এই সোনার জন্য বিয়েটা ভেঙে যায়, তাহলে আমাদের কতোটা সম্মান যাবে বুঝতে পারছো? এরকম অনেক কথাই কয়েক দিন ধরে শোনে আসছে সাঞ্জিদা। তার কান পঁচে গিয়েছে এসব শুনতে শুনতে।  তার খুব ইচ্ছে হয় বলতে।  "আম্মা  আপনার মেয়েরও তো ৪ভরি সোনা আছে। তার কাছে চাচ্ছেন না কেন? চাইলে কী সে দিবে না তার ভাইয়ের বিয়েতে নিজের সোনাগুলো?" কিন্তু প্রশ্নগুলো মনের মধ্যেই রয়ে যায়। দুই ঠোঁটে তা কখনো ফোটাতে পারেনি। 'ঠোঁট' যা অকারণেও ফ...

বিয়ে নিয়ে কিছু বাস্তবিক অভিজ্ঞতা

Image
'বিয়ে নিয়ে কিছু বাস্তবিক অভিজ্ঞতা' [ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো ] : পাত্রীর বয়স ২৬? আমি আসলে ২৫ বছরের বা আরও কম বয়সের কাউকে খুঁজছি। : মেয়ে তো অনেক খাটো। আমার সাথে মানাবে না। : পাত্রী শ্যামলা। আমি আসলে উজ্জ্বল শ্যামলা বা ফর্সা কাউকে খুঁজছি। : পাত্রী মহিলা কলেজে পড়ে? পাবলিক বা প্রাইভেট ভার্সিটি বা মেডিকেলে পড়লে ভালো হয়। : পাত্রী মোটামুটি সুন্দর কিন্তু আমি আরও একটু সুন্দর মুখশ্রীর কাউকে চাচ্ছি। এখানে অল্প কিছু উদাহরণ দিলাম শুধু। এমন আরো শত শত এক্সকিউজ আছে। নিজের পছন্দ না হলে "মা না করে দিয়েছে বা বাসা থেকে সামনে আগাতে চাচ্ছে না।" বলে সরে আসাও খুব কমন। আপনাদের ডিমান্ডগুলোতে কারো সমস্যা নেই। সমস্যা মহৎ সাজার জন্য সুন্দর করে বায়োডাটায় মিথ্যা বলাতে। দ্বীনদারিতাকে প্রাধান্য দিবেন বলেও ছোট ছোট বিষয়গুলোর জন্য রিজেক্ট করে দিচ্ছেন পাত্রীপক্ষকে। তাহলে দ্বীনদারিতাকে প্রাধান্য দিলেন কখন?! বায়োডাটা দেখার পর পাত্রীর আকীদা কি, কুরআন কতটুকু মুখস্থ, দ্বীনের পড়ায় কতোটা এক্টিভ, রোজ কতক্ষণ দ্বীনের পথে ব্যয় করে, এসব তো জিজ্ঞেস করা হয় না। দ্বীনদারিতা দেখে নেওয়ার আগেই তো সৌন্দর্য,...

আত্মসংশোধন

সারি সারি লাশের মধ্যে স্বামীর লাশটা খুঁজছে কণিকা। আজকের দিনেও তার চোখে পানি নেই, কষ্ট নেই। কিছুক্ষণ আগেই ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে। ফোন করে কণিকাকে কেউ জানিয়েছে তার স্বামী সাজিদ নাকি বাস দুর্ঘটনায় মারা গেছে তাই সে হাসপাতালে এসেছে। লাশগুলোর এত ক্ষতবিক্ষত বিশ্রী অবস্থা যে চেনা মুশকিল। কণিকা মনে মনে ভাবছে, " ইস ! আমার টাকার মেশিনটা নষ্ট হয়ে গেল"। একটা মানুষের মাথায় এত নির্মম চিন্তা কিভাবে আসতে পারে যার স্বামীর কিছুক্ষণ আগে দুর্ঘটনা হয়েছে। সম্ভাব্য যে সে মারা গেছে। আজ সকালে অফিসের জন্য বাড়ি থেকে বের হওয়ার আগেও সাজিদের সাথে ঝগড়া হয়েছে কণিকার। সেটা অবশ্য টাকা নিয়েই। সবসময় কণিকা টাকা টাকা করে। সাজিদ একটা প্রাইভেট ফার্মে ভালো মানের চাকরি করে কিন্তু কণিকার এত বেশি টাকার প্রয়োজন হয় যে সে চাহিদা পূরণ করে উঠতে পারছে না।            অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশ না পেয়ে কণিকা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে সে ভাবছে, " বাড়ির লোককে কি জানাবো যে তাদের জামাই মারা গেছে? সাজিদের ফ্যামিলিকে কি জানানো উচিত? তারা তো শুনলে অনেক কষ্ট পাবে। তাদের তো ...

বিয়ে ঠিক এইভাবেই করবো ইনশাআল্লাহ

Image
_@ বিয়ে  ঠিক এইভাবেই করবো ইনশাআল্লাহ # ~ ১. কোনো এক শুক্রবার, জুমার সালাতের পর সামান্য কিছু মানুষ নিয়ে বিয়েটা সম্পন্ন করতে চাই। সাথে থাকবে কিছু খেজুর,খুরমা আর মিষ্টি। ~ ২. যেহেতু বিয়ে মসজিদে হবে, সেখানে থাকবে না কোন বক্স,বাদ্যযন্ত্র, নারী পুরুষের অবাধ চলাফেরা। গায়ে হলুদের মতো হাজারো কুসংস্কার থেকে মুক্ত হবে বিয়েটা। ~ ৩.সেদিন স্ত্রী  লাল শাড়ি,ইত্যাদি দিয়ে সাজতে পারবে কিন্তু ঠোঁটে লিপস্টিক কোনোভাবেই দেওয়া যাবেনা, (কারণ আমার কাছে লিপস্টিক পছন্দ লাগে না)। তবে আমার পাঠানো কালো কুচ কুচে হিজাব উপরে পড়তে হবে। ☺ ~ ৪.যৌতুক আমি নিবো, , তবে যদি সবাই শুকরের মাংস দিয়ে দাওয়াত খেতে রাজি হয়। জানি কেউ এমন দাওয়াতে রাজি হবে না। তাই আমিও যৌতুক নিবো না। কারন‌ দুটোই হারাম। ~ ৫. তাহলে কি আমার বিয়ের অনুষ্ঠান হবে না। অবশ্যই হবে। বিয়ের কয়েকদিন পরে..... কিছু আত্মীয়স্বজন ও আলেম সমাজের লোক, কিছু তালিবুল ইলম আর কিছু মসজিদের সাথে জড়িত মুরব্বিদের দাওয়াত করে খাওয়াবো। সুদখোর, ঘুষখোরদের খাওয়াতে পারবো না। ~ ৬. দেনমোহরের টাকা প্রথমেই পরিশোধ করে দিবো ইনশাআল্লাহ। বিয়ের প্রথম দিনেই স...

জান্নাতবাসী

Image
👇👇👇👇👇👇 জান্নাতে সর্ব প্রথম গান শোনাবেন হুরেরা, তাতে কেটে যাবে ৭০ বছর,  জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে, আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে সুরের মুর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে, আল্লাহ্ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন,, ----"কেমন লাগলো? ----"সকলেই জবাব দিবে, খুব ভালো, ----"আল্লাহ্ বলবেন," এর চেয়েও ভালো শোনো। জান্নাতবাসী বলবে "হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি, তখন আল্লাহ্ হযরত দাউদ (আঃ) কে ডাক দিয়ে বলবেন, ---- "হে দাউদ এবার তুমি শুনাও" দাউদ (আঃ) বলবেন, ----"হে আল্লাহ্ আমার কন্ঠ তো দুনিয়াতে ছিল যবুর শরীফে, আল্লাহ্ বলবেন, ----তোমার কন্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও। ♦ হযরত দাউদ (আঃ) কোরআনের " একটি সুরা শোনাবেন! জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ্ আবার বলবেন,---"কেমন লাগলো? "জান্নাতিরা বলবে,--- মারহাবা, খুব ভালো লাগলো। আল্লাহ্ বলবেন, এর চেয়ে ভালো শোনো, জান্নাত বাসীরা, বলবে "হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি হতে পারে, আল্লাহ্ পাক রাসুলুল্লাহ্ (সাঃ) কে বলবেন, ----হে আমার প্রিয় হা...