“আপা পেটে ব্যাথা করে, তোমার সাথে একটু ঘুরতে যাই?” .আমার কথা শুনে আপা কটমট দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, “তোকে নেয়া যাবেনা। তুই মহাপেটুক। আমার বান্ধবীর বাসায় যেয়ে পরে বলে বসবি, ক্ষিধা লাগছে, বিস্কুট খাবো”। . আমি চোখ ছলছল করে বলি, "আমি কিচ্ছু বলবোনা। প্রমিজ"। . আপা আমার কথা পাত্তা না দিয়ে স্কার্ফটা ঠিক মত মাথায় লাগিয়ে ঘর থেকে বের হয়ে গেলো। আমার খুব মন খারাপ হলো। আজকে বাসায় কিছুই রান্না হয়নি দুপুরে। সকালে একটা রুটি খেয়ে আম্মার কাছে অনেক ঘ্যানরঘ্যানর করেছি। আম্মুকে বলেছি যে সে সব খেয়ে ফেলছে, তাই এখন আমাকে আর খেতে দেয়না। আম্মু আমাকে বকা দিয়ে বলছে, আমি নাকি একটা মহা পেটুক। সারাদিন খালি খাইখাই করি। একবার মনে হলো বাবার কাছে যেয়ে বিচার দেই। কিন্তু পরে মনে হলো লাভ নেই। বাবার কাছে গেলে বাবা কবিতা শুনিয়ে দেয়। ভয়ংকর সব কবিতা। আমি কিছুই বুঝিনা। . আমার আপুর বান্ধবীর আজকে জন্মদিন। বান্ধবীর নাম হোসনা। হোসনা আপুকে আমি ভীষণ পছন্দ করি। উনি প্রতিবার যখনই বাসায় আসেন, আমার জন্য বেবী লজেন্স নিয়ে আসেন। মাঝে মাঝে ঝাল চকোলেটও নিয়ে আসেন। আমি এক...