Posts

Showing posts from November, 2022

বিয়েটা এমন হওয়া দরকার :

Image
বিয়েটা এমন হওয়া দরকার : ১. বিয়ের সময়ও  মেয়েকে পর্দা করতেই হবে। ২. বিয়েটি সামাজিক ভাবে না হয়ে শারী‘য়াহ্ অনুযায়ী হবে। কথা থাকবে :— • কোনো ছবি দেওয়া - নেওয়া হবেনা। • মেয়ে দেখতে ছেলে, মা ও বোন ছাড়া আর কেউ যাবে না। • ছেলের বাবাও বিয়ের আগে মেয়ে (পাত্রী) দেখতে পারবেন না। • কোনো রেষ্টুরেন্টে মেয়ে দেখার আয়োজন হবে না। • গায়ে ‘মরিচ’ হবে না। • বাড়ি লাইটিং হবে না। • গান, নাচ হবেনা। • আক্বদ অনুষ্ঠান হবে না। • বিয়ে হবে শুক্রবার আসরের পরে। • বিয়ে হবে মসজিদে। • কোনো গেট ধরা/শালা শালীর মজা করা হবেনা। • কেউ ছবি তুলতে পারবেন না। • বিশাল অংকের মোহর হবে না। ছেলের সামর্থ্য মত হবে। ছেলের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে। • কাবিনের টাকা ছেলের ইনকামের হালাল টাকা হবে। • কাবিনের টাকা বিয়ের দিন মেয়ের হাতে তুলে দেওয়া হবে। • বর যাত্রীর নামে একজনেরও ভুঁড়িভোজ হবে না। • আক্বদের পর বউ নিয়ে যাওয়া হবে। • ছেলের বাড়ি নিয়ে ছেলে চাইলে বউ সাজবে বিয়ের সাজে। তবে সেটা ছেলের মা বাবা বোন আর ছেলে দেখবেন। • বউকে মূর্তির মত স্টেজে বসানো যাবে না। • বউভাত চাইলে ছেলে করতে পারবেন। • যৌতুকের অভিশাপ হিসাবে একটি সুতা ও যাবে ন...