__স্যার আপনার চেহারা-মুখ দেখে মনে হচ্ছে সারাদিনে আপনার পেটে কিচ্ছু যায়নি। এইভাবে না খেতে খেতে আপনার পেট একেবারে পিটের সাথে লেগে গেছে দাঁড়ান আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। __না থাক লাগবে না। এত দরদ দেখাতে হবে না তুমি তোমার পড়া পড়ো। তাহলেই হবে। __ধুর স্যার শুধু পড়া আর পড়া। আচ্ছা এত পড়ালেখা করে কি হবে? শেষে আপনার মত কারো গলায় ঝুলতে হবে। __কিহ !! যত বড় মুখ না ততবড় কথা। নাজীফা তুমি কিন্তু দিনদিন পাকনা হয়ে যাচ্ছো। __স্যার আমি কাল রাতে কি স্বপ্ন দেখছি জানেন? __আমার জানা দরকার নাই। তুমি পড়তে বসো সময় খুব অল্প। __না শুনলে আমি পড়বো না। এখন কি করবেন..? বিরক্ত হয়ে বললামঃ- __কি বলবা বলো। দুই মিনিটে শেষ করতে হবে। __দুই মিনিটে স্বপ্নের কথা বলা যায় স্যার..?? __আচ্ছা যতক্ষণ মন চায় ততক্ষণ বলো। আজ আর পড়া হবে ন শুধু তোমার স্বপ্নের কথা শুনবো। . সেদিন আর পড়া হয়নি। মেয়েটা একটু পাগলী টাইপের। তবে অনেক ভালো, আমি কি করি না করি, আজকে খেয়ে আসছি কি না এসব খোঁজ নেয়। তাই এদিক দিয়ে মেয়েটাকে আমার একটু ভালো লাগে। কিন্তু একটা কথা আছে না। পড়ার সময় পড়া,খেলার সময় খেলা, গল্প করার সময় গল্প করা। এদিক থেকে মেয়েটা ভি...