Posts

Showing posts from October, 2023

গরু জবাই

Image
ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল। । গরু জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়। পরীক্ষায় দেখা যায়,  *জবাইয়ের প্রথম ৩সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যাথা পায় না। *পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়। *এই  প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরু কোনো ব্যাথা পাচ্ছিলো না। *গরুর যে খিচুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য হয় না। (এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।) সুবহানাল্লাহ।  আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবে।

পাপ

Image
৫ জিবি এমবি কিনে সোজা বিছানাতে চলে গেলাম। শীতের রাত।লেপ মুড়ি দিয়ে শুয়ে থেকে ১৮+ সা*ইডে প্রবেশ করলাম।যখন পিনিক ওঠে তখন নিজেকে সামলে রাখা কঠিন।তাই তো এমবি কিনলাম।স্ক্রল করতে করতে দারুণ একটা ভিডিও এসে পড়েছে।নিজেকে সামলে রাখা কঠিন,পান্টের বোতামটাও অলরেডি খুলে ফেলেছি। হঠাৎ বুকে প্রচ'ণ্ড ব্যা'থা অনুভব করি।সকাল থেকে ব্যা'থা ব্যা'থা লাগছিল,কিন্তু এখন অসহ'নীয় ব্যা'থা।বুক চেপে ধরে কিছুক্ষণ বসে থাকলাম তারপর আর বসে না থাকতে পেরে পরে গেলাম বিছানাতেই। পড়ে যাওয়ার খুব জোড়ে আওয়াজ হলো কারণ পাশে টেবিলে থাকা ফুলদানিটা হাত লেগে নিচে পড়ে গেল। পাশের ঘর থেকে বাবা,মা,ভাই,ভাবী আর ৪ বছরের ছোট্ট ভাতিজা ছুটে এল।রাত বেশি হয়নি আরও দেড়িতে ঘুমায় সবায়।তাই তো একটু শব্দ পেতেই চলে এসেছে। মা আমার মুখ দেখে উত্তে'জিত হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে?কিন্তু আমি কিছু বলতে পারছি না।দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অথচ কিছু বলতে বা করতে পারছি না।পুরা দেহ অব'শ হয়ে আছে। মা হঠাৎ তড়িৎ গতিতে একবার হাত আর একবার পা তে হাত দিয়ে দেখলেন।তারপর কয়েকবার ঝাকলেন জোড়ে।বলছিল কথা বল বাবা কথা বল! কিন্তু আমি তো কিছুই বলতে পারছি না।...

রূপকথা আর বাস্তবতা

Image
৫০ কোটি টাকা সরকারি অনুদানে মুভি বানাইলেন- "মুজিব একটি জাতির রূপকার" যাতে মানুষ আপনার বাপের ইতিহাস জানে। যাতে মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে । জায়গায় জায়গায় জাতির জনকের নামে বিশ্ববিদ্যালয় খুললেন,হাসপাতাল খুললেন,ম্যুরাল বানালেন। কি হইলো আদতে? আপনি জ্ঞানী মানুষ, স্মার্ট মানুষ , কিন্তু সত্যিকার অর্থে কি করলে আপনার বাপরে মানুষ ভালোবাসতো, তা ঠিকঠাক বুঝতে পারলেন না। মুজিবের মুভি দেখে যে মানুষটা কাঁদলো, আপনি তারে দেখলেন, কিন্তু যে মানুষটা ৮০ টাকার নিচে তরকারি নাই বইলা ঝরঝর করে কেঁদে ফেললো সাংবাদিকদের সামনে, তার কান্না আপনার চোখে পড়লো না। এই যে ভৈরবে রেল দুর্ঘটনায় এত মানুষ মারা গেলো, তার দায় আপনি নিবেন না । তার দায় আপনার রেল মন্ত্রণালয়ও নিবে না। অথচ মাহবুব কবির মিলন নামে একজন সিনিয়র সরকারি কর্মকর্তা চেষ্টা করেছিলো, রেল মন্ত্রণালয়ে বারবার অনুরোধ করেছিলো- জিপিএস প্রযুক্তি কাজে লাগানোর জন্য,এক লাইনে দুটো ট্রেনের তাতে কখনোই সংঘর্ষ হবে না। কিন্তু রেল মন্ত্রণালয় তা শুনলো না । আদতে আপনারা স্মার্ট মুখে, জনগণের টাকা পাচারে, ঋণখেলাপীদের সহায়তা দানে, দুর্নীতিতে- কিন্তু প্রযুক্তিতে না... পর্তুগ...

বদনজর সত্য

Image
রাসূল ﷺ বলেছেন, বদনজর সত্য। বদনজর মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। • 📚 মুসনাদে আহমাদ:- ২৪৭৩ বদ নজর (এর খারাপ প্রভাব) সত্য এমনকি যদি কোন বস্তু ত্বাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। সুতরাং তোমাদেরকে যখন (এর প্রভাবমুক্ত হওয়ার জন্যে) গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল কর । (মুসলিমঃ ১৪/১৭১) বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)   আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার) আল্লাহ আমাদেরকে জ্বীন এবং মানুষের সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন।