Posts

Showing posts from June, 2022

পুড়ে গেলে কী করবেন?

Image
মানুষের ত্বকে ৩টি স্তর থাকে। এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউট্যানিয়াস স্তর। ত্বক পুড়ে গেলে এ ৩টি স্তরে ক্ষতের ভিত্তিতে যথাক্রমে ১ ডিগ্রি, ২ ডিগ্রি এবং ৩ ডিগ্রি বার্ন চিহ্নিত করা হয়। পুড়ে গেলে কী করবেন? ১ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ১৫-৩০ মিনিট কলের নিচে রেখে ক্ষতস্থানে সরাসরি পানি প্রবাহ চালাতে হবে। ২ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে একই কাজ করতে হবে ১-২ ঘণ্টা। ফোসকা পড়বে, ফোসকা গলারনোর কোনো প্রয়োজন নেই। এরপর ডাক্তারের কাছে যেতে হবে। ৩ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে দ্রুত কাপড় খুলে দিতে হবে। এরপর আস্তে আস্তে পানির প্রবাহ চালাতে হবে। পুড়ে যাওয়া অংশ গজ বা পরিস্কার কাপড় দিয়ে ঢেকে একটু উঁচু করে রাখতে হবে। ব্যক্তির জ্ঞান থাকলে পানিতে একটু লবণ মিশিয়ে শরবত, স্যালাইন কিংবা ডাবের পানি, এমনকি এসব না পেলে সাধারণ পানি খাওয়াতে হবে যতক্ষন/যতটুকু খেতে পারে। এর মাঝে দ্রুততর বেগে হাসপাতালে নিয়ে যেতে হবে। যা যা করবেন না- ১. ভুল করেও ক্ষতস্থানের অবস্থা চিকিৎসককে না দেখিয়ে কোনো মলম বা ক্রিম লাগাবেন না। ২. ফোসকা পড়লে কোনো ক্রমেই তা ফাটাবেন না। ৩. পোড়া স্থানে বরফ, তুলো, ডিম, টুথপেস...

অল্প বয়সে বিয়ে করলে কি উপকার আপনি কি জানতে চান‼️

Image
🔹অল্প বয়সে বিয়ে করলে কি উপকার আপনি কি জানতে চান‼️ এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়না বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায় এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র পারছিনা যৌবন কে পবিত্র রাখতে কারণ হচ্ছে যৌবন এক ধরণের ক্ষুদা। ক্ষুদা লাগলে যেমন খাবারের দরকার হয় ঠিক তেমন যৌবনের ক্ষুদা লাগলে বউ দরকার হয়। কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও। তারপর বিয়ের পিড়িতে বসো। অতচ এই আয়াতে আল্লাহ বলেন : ‎وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর......!!!!!!অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো। আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ  তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।  ১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী,  ২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক...

জামের উপকারিতা

Image
জামের উপকারিতা জামের উপকারিতা: বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও চীনে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে জাম ব্যবহার করা হচ্ছে। হেকিমি, আয়ুর্বেদিক এবং ইউনানি ওষুধেও জাম ব্যবহার করা হয়। জাম ভিটামিন সি, জিঙ্ক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ এবং ফ্রুক্টোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্যালিসিলেট সমৃদ্ধ। যার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। আপনাকে মানসিকভাবে সতেজ রাখে: জামে রয়েছে গ্লুকোজ, ডেক্সট্রোজ এবং ফ্রুক্টোজ, যা মানুষকে কাজ করার শক্তি জোগায়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে তারা তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। বেরি স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখতে সাহায্য করে। ডায়াবেটিস সারাতে সাহায্য করে: বেরি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এক গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্ল্যাকবেরি খেলে ডায়াবেটিসের ঝুঁকি 8.5 শতাংশ কমে যায়। এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।  জাম ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে।  প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ বেরি বীজের গুঁড়ো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ভিটামিন সি এর অভাবজনিত রোগ দূর করে: জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ...