Posts

Showing posts from November, 2021

পরিকল্পনামূলক জবাবের গল্প

Image
লিখেছেনঃ মোঃ জোবায়ের বাপ্পী। চারদিকে ঝিকমিক আলো জ্বলছে। কথার শোরগোলে চারপাশ ভরে উঠেছে। কিছুক্ষণ পরপর ক্যামরার ফ্ল্যাশের শব্দ হচ্ছে। স্টেজে একেক দল উঠছে আর নানান ভঙ্গিতে ছবি তুলে নামছে। পরিবেশটা মুখোরিত। কারণ আজ আতিকের বিয়ে। কিছুক্ষণ পর নববধূ রিমাকেও স্টেজে আনা হলো। আতিকের বন্ধুরা স্টেজে উঠে আতিককে উপহার দিতে লাগল। তার বন্ধু সিয়াম তাকে একটা প্যাকেট দিয়ে বলল, “নে ধর, আজ রাতে তোর কাজে লাগবে।” বাকিরা সবাই মুচকি হেসে উঠলো। তারপর মাহিন একটা বক্স দিয়ে বলল, “এটা অনেক কষ্ট করে এক বন্ধুকে দিয়ে বিদেশ থেকে আনিয়েছি। এক ফাইলেই যথেষ্ঠ। তুইও সুখী ভাবীও সুখী।” হো হো শব্দে স্টেজ মেতে উঠলো। কিন্তু রিমা লজ্জা ও ঘৃণায় লাল হয়ে উঠলো। তবে কিছু বলতে পারলো না। স্টেজের সবাই হাসিতামাশা করলেও আসাদ একদম চুপ করে রইলো। এই সকল কথাবার্তা তার একদম পছন্দ নয়। তাই সে একপাশে দাঁড়িয়ে রইলো। সময়ের সাথে আয়োজন নীরব হয়ে গেল। এক পর্যায়ে বরপক্ষ কনেকে নিয়ে যাত্রা করলো। সমাপ্তি হলো আলোকসজ্জার অধ্যায়। পরেরদিন বিকালে সবাই একত্র হয়ে আড্ডা দিতে লাগল। আলোচনার বিষয়বস্তু হলো আতিকের বাসররাত। সিয়াম বলল, “মামা, কেমন হলো বাসররাত? জিতেছিস নাকি হ...

ভালোবাসার পরিবর্তন

Image
এক . “তাহলে আপনি আমাকে সত্যি সত্যিই ডিভোর্স দিতে রাজি হলেন?” আমি মাথা নিচু করে থাকি। সমগ্র কথা গুলো দীবার কাছে যখন বললাম ও একটা বারও হা হুতাশ করলো না। অন্য রুমে চলে গিয়েছিল। আর এখন প্রায় পনেরো মিনিট পর এসে এই ব্যাপারে জানতে চাচ্ছে।আচ্ছা আমার কি তাকে আর কিছু বলার আছে? বুঝানোর আছে? আমি যা বলেছি সে কি বুঝতে পারেনি? . আমি তারপরো ইতস্ততার সহিত বললাম “আমি মানুষটা কেমন জানি তাই না? স্পষ্ট করে বললে আমার মনটা একটা ভাবনার রাজ্য। একটা কথা কি ছোট বেলা আমার মনে যা আসতো আমি মাকে সাথে সাথেই জিজ্ঞেস করে ফেলতাম, জানতে চাইতাম। আমার মা একটুও বিরক্ত হতো না। কিন্তু যেবার বুবু আত্মহত্যা করলো গলায় ফাস দিয়ে সেবার মা খুব বিরক্ত হয়েছিল। আমার গালে চড় মেরে কান্না করে বলেছিল “এতো জ্বালাস ক্যা? মরতে পারিস না? দুর হ।” কিন্তু কিছুক্ষন পরই আমাকে বুকে নিয়ে বলেছিল “শোভন কষ্ট লাগেরে আব্বু। আমার মেয়েটার সাথে এমন কিছু হয়ে গেলো আমি বুঝতে পারি নাই। আমি কেমন মা হইলামরে?” আমি সেদিনই প্রথম আমার মাকে এমন করে কাঁদতে দেখেছিলাম। বাবাকে কেমন যেন পাথর হয়ে যেতে দেখলাম।আমার বাবা শোকে তিন দিন কারো সাথে কথা বলে নাই।আমার বাবাটা মাঝ রাতে চ...