ডিমের অপরাধী ভার্শন (ইরোটি২৪)
হোস্টেল জীবনের একটি ভয়ঙ্কর সমস্যার নাম ডিম সমস্যা। তাই ডিমের অপরাধী রিমিক্স যদি এমন হয় তাহলে কেমন লাগবে বলুনতো...!
"একটা সময় তোরে আমি ভালোবাসিতাম,
তোরে ভাজি-অমলেট-ভুনা কইরা প্রত্যেকদিন খাইতাম।
তোর হরেক রকম সাইজ দেইখা চয়েস করিতাম,
তুই পইড়া ভাইঙ্গা নষ্ট হইলে কষ্ট যে পাইতাম।
ওরে ফ্রীজ ভইরা যতন কইরা দিতাম তোরে ঠাঁই,
এখন ডাস্টবিনেও তোর জন্য কোনো যায়গা নাই।
ওরে ডিম পাইতে পুষতাম মুরগী অনেকগুলা রে,
এখন ডিমের ভয়ে উল্টা দিকে দৌড় পারি রে..
.
ও ডিম রে ডিম রে তুই অপরাধী রে...
দোহাই লাগে ছাইড়া তুই কাইন্দা বাঁচি রে..
আমার স্টোমাকের সাথে খেলার অধীকার দিলো কে?
ডিম তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে...
.
তোরে প্রতি ভোরে ভাতের সাথে গোসাগ্রে গিলতাম..
আমি রিক্সা ভাড়ার টাকা বাঁচায়ে ডিম-পুরী খাইতাম..
রাইতের পর রাইত জাগিয়া ঢেকুরও তুলতাম..
আবার সেই ঢেকুরের গন্ধে তোরে খুঁজিয়া পাইতাম।
এখন চোখের সামনে ঘুইরা বেড়ায় ডিমগুলা রে..
আমি ডাইনিং এর ডিম নষ্ট কইরা ভালোই আছি রে..
রোজ রাইতে আমায় ঝিঁঝি পোকা চিল্লায় চিল্লায় কয়..
তুই খাইয়া ল ডিম হেতি ছাড়া অন্য কিছু নাই।
.
ও ডিম রে ডিম রে তুই অপরাধী রে
আমার নষ্ট হওয়া টাকা গুলা দে ফিরাইয়া দে..
আমার স্টোমাকের সাথে খেলার অধীকার দিলো কে?
ডিম তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে............।"
Comments
Post a Comment