অভিমানী বউ এর মিষ্টি ভালোবাসা!

> - কথা বলবে তো নাকি? এভাবে চুপ করে থাকলে তো আর সমস্যার সমাধান হবেনা।
> - থাকুক না সমস্যা। সমস্যা থাকলে তো তোমারই ভাল।
> - সারাদিন দৌড়াদৌড়ির পর এগুলা শুনতে ভাল লাগেনা আল্পনা।
> - শুনতে ভাল লাগেনা আবার বলতে বল কেন?
> - আচ্ছা বলা লাগবেনা। আস খাব ক্ষিদা লাগছে অনেক।
> - টেবিলে সব কিছু বেরে দেয়া আছে নিজে গিয়ে খেয়ে নাও। আমি খেয়ে নিয়েছি।
> - মিথ্যা বল কেন? তুমি তো আমাকে রেখে খাওনা।
> - হ্যাঁ খেতাম না। সেটা আগের কথা। এখন থেকে খাব।
> - ধ্যাত্তেরি। তোমার খাওয়া লাগবেনা যাও। আমার এত দাম নেই। আমাকে কেউ বলারও দরকার হয়না। আমার ক্ষিদে পেয়েছে আমি খেতে গেলাম।
> ' সায়েদ খাবার টেবিলে গিয়ে ভাত আর মাছের ঝুলের দিকে তাকাতেই তার ক্ষিদে আরো বেড়ে গেল। তাছাড়া আরো যা আছে তা সবই সায়েদের পছন্দের। কিন্তু এটা ভেবে তার কষ্ট হচ্ছে সে এগুলো কিছুই ক্ষেতে পারবেনা। আল্পনা এত কষ্ট করে রাঁধল আর তাকে ছাড়া কিভাবে সে খায়? দুই গ্লাস পানি খেয়ে কোনরকম পেটটা ভরল যাতে রাতটা পার করতে পারে কোনভাবে। শোবার রুমে গেলে আল্পনার অনেক রাগ হয় সায়েদকে দেখে। এত ভালবেসে রাঁধল আর সায়েদ একা একাই খেল! সায়েদ শোবার আগে আল্পনাকে বলে '
> - রাত অনেক হয়েছে। না খেয়ে থাকলে পেট ব্যাথা করবে। খেয়ে নিও।
' আল্পনা আরো রাগ করে বালিশ নিয়ে সোফায় শুয়ে পরল। কিন্তু পেট তো আর জেদ বুঝেনা। তার খাবার লাগবেই। সায়েদ যেন না শুনতে পায় সেভাবে আস্তে আস্তে দরজা খুলে খাবার টেবিলে গেল চুরি করে খেতে। এটাকে হয়ত চুরি করে খাওয়া বলেনা। কিন্তু এক বাসন থেকে আরেক বাসন তুলতেই আল্পনা অবাক। যেভাবে সে ভাত তরকারী রেখেছিল ঠিক সেভাবেই আছে। পানির জগের ঢাকনা খোলা দেখে আল্পনার বুঝতে অসুবিধে হলনা যে সায়েদ পানি খেয়েই শুয়ে পরেছে। এখন তার নিজের মধ্যেই অপরাধবোধ হচ্ছে। সকালে ঝগড়া হয়েছিল তাই দূপুরের খাবার আর তৈরি করে সায়েদের সঙ্গে করে দেয়নি আল্পনা। সায়েদ বাহিরের কিছু মুখে নেয়না একদম। তারমানে সায়েদ সারাদিন না খেয়ে আছে । তার উপর এখন আবার রাগ দেখাল আল্পনা। যার কারণে পানি খেয়েই শুয়ে পরেছে সায়েদ। ভাবতেই চোখের কোণে নিজের অজান্তে পানি এল আল্পনার। আল্পনা দৌড়ে গিয়ে রুমের আলো চালু করে সায়েদকে ডাকতে আরম্ভ করল '
> - এ্যাই এ্যাই।
> ' কয়েকবার ডাকার পরে সায়েদের ঘুম ভাঙ্গল। তারপর বলল '
> - কি হল আবার?
> ' কাঁদ কাঁদ স্বরে আল্পনা বলল '
> - তুমি না খেয়ে ঘুমিয়েছ কেন?
> - আরে ধুর। ঘুম পেয়েছে আমার। ক্লান্ত শরীর। আর হ্যাঁ খেয়েছি আমি।
> - এই শোন আমাকে এতটা বোকা ভেবনা। সারাদিন না খেয়ে ছিলে। আর রাতেও পানি খেয়ে শুয়ে আছ। কানে ধরলাম আর এমন হবেনা। এবার উঠ না।
> - বললাম না ঘুম পেয়েছে?
> - উঠেই বস না। আমি এখানেই ভাত আনছি নাহয়।
> ' সায়েদ উঠে বসল কারণ সে জানে উঠে না বসার আগ পর্যন্ত আল্পনা ডেকেই যাবে। আল্পনা ভাত নিয়ে এসে সায়েদকে বলল '
> - হা কর। এভাবে কেউ রাতে না খেয়ে শুয়ে পরে?
> - কি করব তুমিও তো না খেয়ে ছিলে।
> - তাই বলে তুমিও? আর কোনদিন এরকম করবেনা বুঝছ?
> - তুমি ঝগড়া না করলেই তো পার।
> - ঝগড়া কি শুধু আমি একাই করি? তুমি করনা?
> - আচ্ছা দুঃখীত আমি। আচ্ছা বাসনটা এবার আমার হাতে দাও আর তুমি হা কর।
> ' আল্পনা হা করে আছে। সায়েদ খাইয়ে দিচ্ছে। আল্পনার চোখের পানি সায়েদ হাত দিয়ে মুছে দিয়ে বলল '
> - তোমার হাতে কি আছে বল না? এত ভাল রান্না কিভাবে কর তুমি ? প্রতিদিন এই হাতের খাবার একটু একটু করে খেতে আমার ভাল লাগেনা। মাঝে মাঝে মনে হয় একেবারে তোমার হাতটাই খেয়ে ফেলি।
> - বুঝছি....
.
......সমাপ্ত.......

Comments

Post a Comment

Popular posts from this blog

একজন পতিতার প্রেমের গল্প

What are the benefits of exercising in the morning?

Know the right time to exercise