বিয়ের পরে আমার চিন্তা ভাবনা!
বিয়ের পর বউয়ের সাথে হুদাই তুই-তোকারি করবো। বিভিন্ন ভাবে মানুষিক যন্ত্রণা দেবো। বউয়ের হাত থেকে চায়ের কাপ নিতে গিয়ে ফেলে দেবো। তারপর বলবো- কিরে, তোর বাপে তোরে কোন দিন চা খাওয়াইনি? ঠিকমতো চায়ের কাপ ধরতে পারিস না। নাকি তোর হাত খোঁড়া? রাতে ওয়াশ রুমে গেলে লাইট অফ করে দেবো। বের হয়ে কিছু জিগাইলে বলবো- তুই রাত কানা নাকিরে? নাকি বিদ্যুৎ বিল তোর বাপে দেবে? বউয়ের বাপের বাড়ী থেকে কেউ বেড়াতে আসলে, আমি লুকিয়ে তরকারির ভিতর বেশী করে লবণ দিয়ে দেবো। তারপর রাগারাগি করবো। এবং তাদের না খাইয়ে রাখবো..
বউ ঘুমাইয়া থাকলে কাছে গিয়ে জোরে জোরে চিল্লাবো। হঠাৎ ঘুম ভেঙ্গে অসহায় দৃষ্টিতে যখন আমার দিকে তাকাবে, তখন বলবো- তুই মানুষ না পেত্নী? সত্যি করে ক। দেকি তোর পা দেখি, উল্টো নাকি। তারপর পা দেখার অজুহাতে পা ধরে টান দিয়ে ফ্লোরে ফেলে দেবো..
মাঝেমধ্যে বউয়ের চুলে শ্যাম্পু করে দেবো। চুল ধোয়ার সময় ঘাড় ধরে পানি ভর্তি বালতির ভিতর মাথা দিয়ে দেবো। যখন নিশ্বাস না নিতে পেরে হাতপা ছড়াছড়ি করবে, তখন বালতির ভিতর থেকে মাথা তুলে আনবো। কারণ বেশীক্ষণ রাখলে যদি মরে যায়।
আর যাইহোক, বউতো! মরে যেতে দিতে তো আর পারিনা...!
Comments
Post a Comment