অনলাইন ক্লাসের অন্যতম মাধ্যম গুগল ক্লাসরুম!

Online Classroom and Meeting
Online Classroom and Meeting

গুগল ক্লাসরুম এবং এর সুবিধাগুলো কী?

গুগল ক্লাসরুম শিক্ষার জন্য দারুন উপকারী। এতে সহজ নেভিগেট ইন্টারফেস আছে, যা অনেক শিক্ষকদের জন্য উপকারী। কেউ যদি ইতিমধ্যে ডকস্ এবং গুগল ড্রাইভের ফোল্ডারগুলো ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের ক্লাস পরিচালনার জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে তা ভালো খবর; গুগল ক্লাসরুম এই প্রক্রিয়াটি আপনার জন্য আরও সহজ করে তুলবে।

এর জন্য প্রথমে https://classroom.google.com/ গুগল ক্লাসরুমে লগ ইন করুন। নিশ্চিত করুন; আপনার গুগল অ্যাপস ফর এডুকেশন অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করেছেন। আপনি ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে বা কোন স্কুলে থাকেন, যা গুগল অ্যাপস ফর এডুকেশন ব্যবহার করে না, তাহলে৷ কিন্তু ক্লাসরুম ব্যবহার করতে পারবেন না।

গুগল শ্রেণীকক্ষকে উদ্ভাবনী উপায়ে পেশাদারী উন্নয়ন উপকরণ বাড়ানোর জন্য এবং ডিজিটাল নাগরিকত্ব পাঠ্যক্রম বিতরণ ও বিভাগীয় কার্যক্রম পরিচালনাসহ মিটিং-প্রকল্পের কাজে ব্যবহার করা যায় অনাসায়ে।

গুগল ক্লাসরুমের আর একটি বৈশিষ্ট্য হল অন্যান্য গুগল পরিষেবাগুলির সাথে এর সংহতকরণ, কার্যাদি এবং সম্পর্কিত সমাধানগুলির সাথে একত্রে শিক্ষাদান সামগ্রী তৈরি এবং বিতরণ করা যায় সহজেই।

আবার Google Classroom এর অ্যান্ড্রয়েড ভার্সনে অফলাইন মোড যুক্ত হয়েছে। এর ফলে স্টুডেন্টরা অফলাইনেই সমস্ত কাজ করতে পারবে। যেমন তারা অ্যাসাইনমেন্ট রিভিউ করতে পারবেন, আবার Google Drive ও Google Docs এর মাধ্যমে যথাক্রমে অ্যাটাচমেন্ট অ্যাক্সেস ও অ্যাসাইনমেন্ট লিখতে পারবে।

এখানেই শেষ নয়! গুগল মিট এবং ক্লাসরুমের মধ্যেকার কানেকশনটিকেও ঢেলে সাজাতে চাইছে গুগল। এক্ষেত্রে ক্লাসরুম থেকে জেনারেট করা মিটিংগুলিতে প্রথমে শিক্ষকদের যোগদান করতে হবে এবং ক্লাসরুমের রোস্টারে কারা কারা রয়েছে তা জানা যাবে মিট (Meet)-এ। তাছাড়া যেকোনো মিটিংয়ে ক্লাসরুমের প্রতিটি শিক্ষক ডিফল্ট মিটিং হোস্ট হিসেবে বিবেচিত হবেন এবং ওই মিটিংগুলিতে মাল্টিপল হোস্টিংয়ের কোনো সুযোগ থাকবে না।

আসলে বর্তমানে অনলাইন ক্লাসকেই ভবিষ্যত বলে ধরা হচ্ছে। আর সেই কথা মাথায় রেখেই বোধহয় প্ল্যাটফর্মগুলিকে আরো আকর্ষণীয় করে তুলতে চাইছে।

Comments

Popular posts from this blog

একজন পতিতার প্রেমের গল্প

What are the benefits of exercising in the morning?

Know the right time to exercise