সর্তক_হওয়া_জরুরি

#সর্তক_হওয়া_জরুরি... 

আজ কুমিল্লা গিয়েছিলাম সার্টিফিকেট গুলো নেওয়ার জন্য।আসার সময় শাসনগাছা থেকে জনতা বাসে উঠি।
আমি বাসে বসলে সচরাচর মহিলাদের পাশেই বসি বা খালি সিট পেলে সিঙ্গেল মহিলাদের পাশে বসতে বলি।আজকে ও তাই।আপুটা মেবি কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে উঠেছিল।ক্যান্টনমেন্ট এসে একজন মধ্যবয়সী লোক আর তার স্ত্রী বাসে উঠলো। অনেকে বাস থেকে নেমেছিল তাই বাসে লোকজন ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো যাই হোক,,উনি উনার স্ত্রীকে একজন মহিলার পাশে বসালেন।আর উনি আমাদের ঠিক পিছনের সিটে একজন পুরুষের সাথে বসলেন।লোকটা বাসে উঠার সাথে সাথে মোবাইলে কারো সাথে কথা বলছিলেন অশালীন ভাষায় খুব জোরে জোরে।ভাষাগুলো সিলেটি ভাষার মতো বিরক্ত লাগছিল এক সময়।
আমার পাশে বসা আপুটা চুপচাপ ছিলেন।নিজের মতো কানে ইয়ারফোন গুজে গান শুনছিলেন শুরু থেকেই। হঠাৎ আপুর অস্থিরতা লক্ষ্য করলাম।জানালা থেকে মুখ ঘুরিয়ে জিজ্ঞাস করলাম আপু আপনার কোনো অসুবিধা হচ্ছে।আপু কিছু বললো না।একটু পর আমাকে ডেকে বলে,, আপু দেখেন না লোকটা কি করতে চাইছে?দেখলাম উনি পিছনের সিট থেকে আপুর সিটে নিচে দিয়ে হাত দিচ্ছে বার বার। আমি আপুকে বললাম একটু অপেক্ষা করুন।আগে ছবি তুললাম পরে যদি অস্বীকার করে তাই।সুন্দর করে হিজাব থেকে বড় পিনটা খুললাম আপুকে বললাম সামনে একটু সরে বসেন।দিলাম শরীরে যত জোর আছে সেই জোর দিয়ে অই লোকটার হাতে পিন বসিয়ে।
লোকটা অনেক জোরে চিৎকার করে হাত সরিয়ে নেয়।ততক্ষনে পুরো বাসে আমি কিয়ামত লাগিয়ে দিয়েছি যতক্ষণ পারছি কথা শুনাইছি।উনার বউ উনাকে প্রটেক্ট করতে এসে বলেন আপনি কেন এমন করতেছেন আপনার সাথে তো কিছু করে নাই!

চিন্তা করছেন নিজে একজন নারী হয়ে অন্য নারীর শ্লীলতাহানি করতে চাইছে।যাই হোক ততক্ষণে আপু কান্না শুরু করে দিছে।লোকটাকে আপুর কাছে মাফ চাইয়ে নিছে সবাই মিলে।

জানি হয়তো কখনো এইসব ঠিক হবে না।তবে কি জানেন আমরা মেয়েরা যদি একটু সচেতন হয় তাহলে নিজ জায়গা থেকেই সব রোখা সম্ভব। সকলের কাছে প্রতিবাদের ভাষা আছে। আমি যদি এইটা দেখে চুপ করে বসে থাকতাম তাহলে কাল আমার মতো অন্য আপুর বা আমার সাথেই হতো ওই লোকটা কোনো দিন ও শিক্ষাই পেত না।বাস থেকে নামার পর আপু আমার কাছ থেকে নাম্বার নেয় আর বলে আজ তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম যদি ও তুমি আমার ছোট। 
আমার মতে আমি যদি আমার টাইমলাইনে এই ঘটনা শেয়ার করি,,একটি মেয়ে হলে ও হয়রানীর বিরুদ্ধে জনসম্মুখে কথা বলতে পারবে।

এরাই প্রথমে হয়রানী করে পরবর্তী দেখা যায় এরাই ধর্ষক হয়।তাই সব সময় মেয়েরা চলার সময় সাথে এমন কিছু রাখবেন যাতে প্রটেক্ট করতে দ্বিধা না হয়।
আল্লাহ সকল মেয়েদের হেফাজত রাখুক,,আমিন

#

Comments

Popular posts from this blog

একজন পতিতার প্রেমের গল্প

What are the benefits of exercising in the morning?

Know the right time to exercise