তারাবির নামাজ না পড়লে রোজা হবে?
তারাবির নামাজ না পড়লে রোজা হবে?
তারাবির সঙ্গে সিয়ামের কোনো সম্পর্ক নেই।
তারাবি একটি ফজিলতের বিষয়। এসব নামাজ সুন্নাত। আর রোজা একটি ফরজ ইবাদত। তবে তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা সিয়ামের থেকে কম নয়। এক হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।”
একই হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি রমজানে কিয়াম বা সালাতুত তারাবীহ করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।"
তাই তারাবির নামাজের মতোই রমজান মাসে রোজা রাখার গুরুত্ব রয়েছে। পুণ্যের দিক থেকে কোন পার্থক্য নেই। কিন্তু দুটি ভিন্ন ইবাদত। তারাবির নামাজ না পড়লে সে রোজা রাখবে না বা তার ফজিলত থেকে বঞ্চিত হবে এমন বক্তব্য সঠিক নয়। তিনি রোজা রাখবেন- এতে কোনো সন্দেহ নেই।
Comments
Post a Comment