গীবত পরিহার করুন
গাছটি আপনার, অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না,মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে❗
ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা। যাদের নামে আমি/আপনি গীবত করে বেড়িয়েছি,বাজে সমালোচনা করেছি, কেয়ামতের দিন আমি/আপনি তাদের কাছে ফেঁসে যাবো। সেদিন আমার/আপনার নেক আমল ওদের দিয়ে, তাদের গোনাহ্ গুলো আমাদের কাঁধে চাপিয়ে দেয়া হবে। সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না।
আল্লাহ্ তায়া’লা আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তাওফিক দান করুক।
কারও কারনে কস্ট পেলে আমরা একজন আরেকজনের কাছে তা শেয়ার করি,মনকে হালকা করার জন্য, অথচ এরি মধ্যে যে গীবত করে ফেললাম,এটা আর বুঝতে পারলাম না।আল্লাহ সঠিক বুঝ দান করুক আমিন।
Comments
Post a Comment