একটা মিস্টি প্রেম কাহিনী..
গল্পঃ একটা মিস্টি প্রেম কাহিনী........
লেখকঃ #shuvo.......
নীলাঃ এই যে মিস্টার শুনেন.....
সুভঃ জি? মহারানি বলেন......
নীলাঃ আজ রাতে ঘুমাবো না😜... সারারাত ওই বেলকনিতে বসে বসে গল্প করবো ।
সুভঃ পাগলে বলে টা কি? বালিশটা এইদিকে দাও।
নীলাঃ বল্লাম না আজ আর ঘুমাবো না।
সুভঃ পাগলামো করো না তো বালিশটা এইদিকে দাও!!
নীলাঃ দেবো না! হি হি হি......
সুভঃ আমি তোমাকে দিতে বলছি না?
নীলাঃ তুমি বল্লেয় সব কিছু করতে হবে?
সুভঃ আমি তোমার স্বামি না!!
নীলাঃ আমিও তোমার মিস্টি বোউ!
সুভঃ আমি কি কখনো বলেছি তুমি আমার বোউ না?
নীলাঃ তুমি তো আমার একটা কথাও শোন না! 😂
সুভঃ কে বল্লো আমি তোমার একটা কথাও শুনি না?
নীলাঃ তাহলে ঘুমাতে যাও কেন?
সুভঃ সারাদিন কাজ করে শরীর টা অনেক ক্লান্ত হয়ে আছে তো তাই এমন মহারানি!
নীলাঃ এই ধর তোমার বালিশ! তুমি নাক ডেকে ঘোমাও। আমি তো তোমার কেও না?
সুভঃ রাগের করনে মহারানি বেলকুনিতে বসে আছে! দুর এখন কি আর ঘুম আাসবে! বালিশটা ছুড়ে দিলাম। (তারপর বেলকোনিতে চলে গেলাম। পাগলি টা একটু রেগে আছে) কিছু না বলেই পিছন থেকে জরিয়ে ধরলাম।
নীলাঃ আমাকে ছাড়ো😭😭😭
সুভঃ ছাড়বো না 😜😜😜
নীলাঃ আমি তোমার কে তাই এমন করে জরিয়ে ধরলে?
সুভঃ তুমি একটা পেত্নি😜😜
নীলাঃ কি? আমি পেত্নি?
সুভঃ শয়তান পেত্নি.......
নীলাঃ ছাড়ো আমাকে? না ছারলে খবর আছে তোমার!!
সুভঃ না ছাড়লে কি করবে শুনি?
নীলাঃ কি করবো তা জানি না। কিন্তু কিছু একটা তো করবোই!
সুভঃ তুমি যে কি করবে তা আমি যানি😜...
নীলাঃ ভালো হইছে। আমারে ছাড়ো তাড়াতাড়ি!
সুভঃ ছাড়বো না এইভাবে সারা রাত জরিয়ে ধরে থাকবো!
নীলাঃ হু বল্লেই হলো!! এত শক্ত করে কেও কাওকে ধরে😒 আমার বেথা লাগছে তো?
সুভঃ বেশি বেথা পেলে অসুধ কিনে দিবো তবুও ছাড়বো না!
নীলাঃ আমি অসুধ খায় না!
সুভঃ তাহলে তো আমার অনেক টাকা বেচে যাবে।
নীলাঃ তুমি একটা কিপ্টা।😱
সুভঃ তুমি তো সেই কিপ্টার বোউ।
নীলাঃ আমার জামাই এতো কিপ্টা না বুঝছেন।
সুভঃ তাহলে আমি কে?
নীলাঃ তা কি আমি যানি?
সুভঃ হু ওনি জানে না কিছু।
নীলাঃ তোমার মতো পাজির বোউ হতে যাবো কেন? দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি? এখনো বিয়ে করতে কতো ছেলে ঘুরে আমার পিছু পিছু😜😜
সুভঃ তাই তাহলে যাও না তাদের কাছে বিয়ে করো। মানা করছে কে?
নীলাঃ আমাকে এইভাবে ধরে রাখলে যাবো কেমন করে?
সুভঃ যাও ছেড়ে দিলাম😂....
নীলাঃ আমি কি সত্তি সত্তি ছাড়তে কইছি নাকি।
সুভঃ যাও দাড়িয়ে রইলে কেন.......
নীলাঃ আমি তো তোমার সাথে দুস্টামি করছিলাম 😜।
বেলকনি থেকে চলে আসলাম রুমে। রুমে এসে বালিশটা তুলে ঘুমিয়ে পড়লাম। কিছুক্খন পর কান্নার শব্দ পেলাম কে আবার কাদবে এই রাতের বেলাই। বেলকোনিতে যেয়ে দেখি যা ভাবছিলাম তাই। ফুপুয়ে ফুপিয়ে কান্না করছে মহারানি। চোখের কোনে আধরে বৃষ্টি হচ্চে মনে হচ্ছে। তাই আর কিছু না বলে চোখের পানি মুছে বুকে জরিয়ে নিলাম।
সুভঃ এই পাগলি এইভাবে কেও কাদে নাকি?
নীলাঃ তাহলে তুমি এমন রাগ করে চলে গেলে কেন?
সুভঃ বল্লাম তো রাগ করি নি। এবার একটু হাসো 😁😁😁
এইভাবে কেও কান্না করে নাকি?
নীলাঃ তাহলে তুমি কিছু না বলে চলে গেলে কেন?
সুভঃ তুমি যানো না তোমার মুখে অন্য কোন ছেলের নাম শয্য করতে পারি না!
নীলাঃ ভুল হয়ে গেছে। মাফ করে দাও এবারের মতো।
সুভঃ চলো আমরা আকাসের তারা গুনি।
নীলাঃ মাফ করছো তো আগে বলো?
সুভঃ হু করছি!!
নীলাঃ তাহলে কপালে একটা চুমা দাও। এইযে দিলাম চুম্মা। (দেইখেন কেও আবার আমার চুম্মা খেয়ে নিয়েন না পড়তে পড়তে)
নীলাঃ আগের মতো আবার শক্ত করে জরিয়ে ধরো তাহলে?
সুভঃ হু ধরবো না আমি।
নীলাঃ হু বুঝেছি তুমি এখনো আমার উপরে রাগ করে আছো।
মুখটা মলিন করে আকাশের দিকে তাকিয়ে রইলো নিলা। আমি আবার আগের মতো নিলা কে শক্ত করে জড়িয়ে ধরলাম।
(তারপর কি করলাম পরতে হবে না এটা লিখতে লজ্জা লাগছে)
নীলাঃ এই পাজি কি করো এইসব। যাহ দুস্টু লজ্জা শরম বলতে কি তোমার কিছু নাই.........
সমাপ্তঃ আর চলে যাক তাদের এই দুস্টু মিস্টি ভালোবাসা😜😜😜......
Comments
Post a Comment