লোভে পাপ পাপে মৃত্যু
একটি পাখি তাড়াহুড়ো করে মাছ শিকার করতে গিয়ে ভুল করে একটা ভয়ংকর সাপকে মাছ ভেবে খেয়ে ফেললো।
এবার সে আকাশে উড়তে শুরু করলো।
কিন্তু কিছুক্ষণ পরেই সে অনুভব করলো সাপটি তার পেট ছিড়ে বাহিরে বের হয়ে যাচ্ছে।
জীবিকার ক্ষেত্রে তাড়াহুড়ো করে রাতারাতি বড় লোক হওয়ার জন্য হারাম ও অবৈধ পন্থা অবলম্বন করা উচিত নয়।
হয়তোবা এই হারাম গ্রাস ও অবৈধ মাধ্যমটি নিজের জীবনটাই কেড়ে নিতে পারে।
মানুষ ঠকিয়ে,মানুষের হক্ব মেরে,জোর জবরদস্তি কিংবা চিটারি-বাটপারি করে যে টাকার পাহাড় বানানো হয়,একটা সময় সেটা ভয়ংকর সাপের চেয়েও কঠিন মৃত্যুর দিকে ধাবিত করে !!
Comments
Post a Comment